লাবলু আনসার, যুক্তরাষ্ট্র
প্রিন্ট
সোমবার, ২৫ আগস্ট ২০২৫
সর্বশেষ আপডেট : ৯:৫২ পূর্বাহ্ণ
ডোনাল্ড ট্রাম্প।
শান্তিতে নোবেল পুরস্কারের জন্যে মরিয়া হয়ে উঠা প্রেসিডেন্ট ট্রাম্পের জন্যে দু:সংবাদ দিলো দ্য ওয়াশিংটন পোস্ট। ২৫ আগস্ট ‘ট্রাম্প ব্যাডলি ওয়ান্টস এ নোবেল পীচ প্রাইজ/মোস্ট অন দ্য কমিটি ওপোজ হিম’ (Trump badly wants a Nobel Peace Prize. Most on the committee oppose him.) শিরোনামে প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়েছে, ইউক্রেন যুদ্ধ বন্ধের উদ্যোগ এবং গাজা পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানের চেষ্টার মধ্যদিয়ে শান্তিতে নোবেল পুরস্কারের যে প্রচেষ্টা প্রেসিডেন্ট ট্রাম্প চালাচ্ছেন তাতে এখোন পর্যন্ত আশাব্যঞ্জক কিছু পরিলক্ষিত হচ্ছে না। নোবেল পুরস্কারের জন্যে ৫ সদস্যের যে কমিটি রয়েছে তার অন্তত: ৩ জনই ট্রাম্পের কর্মকান্ডে ইতিবাচক মনোভাব পোষণ করছেন না বলে বিশ্বখ্যাত এই পত্রিকাটি মন্তব্য করেছে। নোবেল পুরস্কারের মাধ্যমে বিশেষ একটি মর্যাদার আসনে অধিষ্ঠিত হবার জন্যে প্রথম মেয়াদেও চেষ্টা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
পোস্টের এই প্রতিবেদনে বলা হয়েছে যে, নরওয়ের নোবেল পুরস্কার কমিটির অন্তত: তিনজনই প্রকাশ্যে ট্রাম্পের সাম্প্রতিক আচরণের সমালোচনা করেছেন। আর এর মধ্যদিয়ে নোবেল পুরস্কার প্রাপ্তির প্রত্যাশাকে অনেকটাই অনিশ্চিত করেছে। প্রকাশিত প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠজনেরা ইতিমধ্যেই নরওয়ের অর্থমন্ত্রী জেন্স স্টলটেনবার্গের সাথে এ নিয়ে কথা বলার জন্যে বিশ্বের অনেক দেশের নেতাকে অনুরোধ জানিয়েছেন। বিভিন্ন দেশে চলমান যুদ্ধ, দ্বন্দ্ব-সংঘাতের অবসানে ট্রাম্প যে চেষ্টা চালাচ্ছেন তাকে পর্ঁুজি করেই শান্তিতে নোবেল পুরস্কার কব্জা করতে চান প্রেসিডেন্ট ট্রাম্প। ওয়াশিংটন পোস্ট অবশ্য খোলামেলাভাবেই এ নিয়ে ট্রাম্পের মনোভাব সম্পর্কে উল্লেখ করেছে যে, ট্রাম্প নিজেও নিজের প্রত্যাশার ব্যাপারে নিশ্চিত হতে পারছেন না। নোবেল কমিটি হয়তো শেষ পর্যন্ত একমত হবেন না বলেও ট্রাম্পের ধারণা। উল্লেখ্য, পাকিস্তানসহ বেশ কটি দেশ ইতিমধ্যেই ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার প্রদানের জন্যে মনোনয়ন দিয়েছে। নোবেল পুরস্কার পেয়েছেন এমন কয়েকজনের নামও শোনা যাচ্ছে ট্রাম্পের পক্ষে দেন-দরবার করতে। শেষ পর্যন্ত তিনি চেষ্টা চালিয়ে যাবেন বলে পর্যবেক্ষক মহল মনে করছেন।
Posted ৯:৫২ পূর্বাহ্ণ | সোমবার, ২৫ আগস্ট ২০২৫
nyvoice24 | New York Voice 24