টেনেসি আওয়ামী লীগের শোক সমাবেশে শেখ হাসিনা

বাংলাদেশকে রক্ষায় আন্তর্জাতিক জনমত গঠনে সোচ্চার থাকুন

টেনেসি প্রতিনিধি   প্রিন্ট
সোমবার, ২৫ আগস্ট ২০২৫   সর্বশেষ আপডেট : ১১:৫৫ পূর্বাহ্ণ

বাংলাদেশকে রক্ষায় আন্তর্জাতিক জনমত গঠনে সোচ্চার থাকুন

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ দক্ষিন অঞ্চলের শীর্ষ দুই নেতার। ছবি-এনওয়াইভয়েস২৪ডটকম।

বাংলাদেশকে লুটেরা এবং জঙ্গিমুক্ত করতে প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহবান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তিনি দলের সকল নেতা-কর্মীদেরকে পরস্পরের সহযোগী হয়ে বাংলাদেশে চলমান অপকর্মের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠনের তাগিদও দিয়েছেন নেতা-কর্মীগণকে। বিশেষ করে তার নেতৃত্বে উন্নয়নের পথে ধাবিত হওয়া বাংলাদেশকে ইউনূস বাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে বলে উল্লেখ করে শেখ হাসিনা সকলকে জেগে উঠার আহবানও রেখেছেন।

১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও একুশে আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে টেনেসি ষ্টেট আওয়ামী লীগের উদ্যোগে ২৩ আগষ্ট শনিবার বার্টলেট সিটিতে আলোচনা সভা ও দোয়া মাহফিলে টেলিফোনে প্রদত্ত বক্তব্যে বঙ্গবন্ধু কন্যা উপরোক্ত আহবান জানিয়েছেন।

জাতীয় শোক দিবস ও গ্রেনেড হামলায় শহীদদের স্মরণ সমাবেশে বক্তব্য রাখছেন বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান। ছবি-এনওয়াইভয়েস২৪ডটকম।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন টেনেসি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল্লাহ্ সেলিম, গীতা থেকে পাঠ করেন অপর যুগ্ম সাধারণ সম্পাদক জয়দীপ পাল। তারপর জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্বাঞ্জলির মধ্যদিয়ে। যুক্তরাষ্ট্র দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ আলী মানিকসহ টেনেসি আওয়ামী লীগের নেতৃবৃন্দ পর্যায়ক্রমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ কর্মসূচিতে অংশ নেন।

জাতীয় শোক দিবস ও গ্রেনেড হামলায় শহীদদের স্মরণ সমাবেশে নেতৃবৃন্দ। ছবি-এনওয়াইভয়েস২৪ডটকম।

এ সভায় সভাপতিত্ব করেন টেনেসি আওয়ামী লীগের সভাপতি সানাউল্লাহ সানি। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান এবং বিশেষ আলোচক ছিলেন সাধারণ সম্পাদক (যুক্তরাষ্ট্র দক্ষিণ আওয়ামী লীগ) ডা. মুহাম্মদ আলী মানিক। আলোচনায় আরো অংশ নেন টেনেসি আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ মহিউদ্দিন, তহুরা আহমেদ ও সাহাদাত হোসেন এবং সদস্য আব্দুর রহিম। সভার সঞ্চালনা করেন টেনেসি স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ হাসান তৃর্ণ ।

Facebook Comments Box

Posted ১১:৫৫ পূর্বাহ্ণ | সোমবার, ২৫ আগস্ট ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us