আনিসুর রহমান
প্রিন্ট
শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫
সর্বশেষ আপডেট : ৯:৪১ পূর্বাহ্ণ
ডা. শেখ ফরহাদকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় প্রবাসীদের পক্ষ থেকে। ছবি-এনওয়াইভয়েস২৪ডটকম।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনরারি প্রক্টর ডা শেখ ফরহাদের সাথে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ’র যুক্তরাষ্ট্র শাখা এক মতবিনিময় সমাবেশের আয়োজন করেছিল গত ২৭ আগষ্ট। নিউইয়র্ক সিটির জ্যামাইকায় হিলসাইড এভিনিউতে অবস্থিত ‘মেজ্জান রেষ্টুরেন্টে’র এ সভায় সভাপতিত্ব করেন হোস্ট সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার শরিফ চৌধুরী পাপ্পু। সঞ্চালনায় ছিলেন ইঞ্জিনিয়ার মাইন উদ্দিন মিয়াজি, মামুন হোসেন বিপ্লব এবং সাইদুজ্জামান রিংকু।
প্রধান বক্তা ছিলেন নিউইয়র্ক ষ্টেট বিএনপির সভাপতি অলিউল্লাহ আতিকুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন কুইন্স ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এটর্নী মঈন চৌধুরি, স্টেট বিএনপির সাধারণ সম্পাদক সাঈদুর রহমান সাঈদ এবং বাংলাদেশ সোসাইটির প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট জামাল আহমেদ জনি। ডা শেখ ফরহাদ এ সময় প্রবাসীদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে বলেন, স্বৈরাচার হটানোর দীর্ঘ আন্দোলনে আপনাদের অবদানকে জাতি গভীর শ্রদ্ধায় স্মরণ করে।

জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় বিএনপি নেতা অলিউল্লাহ আতিকুর রহমানের নেতৃত্বে। ছবি-এনওয়াইভয়েস২৪ডটকম।
অনুষ্ঠানে সমসাময়িক প্রসঙ্গে আরো বক্তব্য রাখেন ডাঃ জাকির হোসেন, নিউইয়র্ক স্টেট বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম চৌধুরী, বদরুল হক আযাদ, সাবেক ভিপি জহিরুল ইসলাম, প্রফেসর মনির হোসেন খান, ডাঃ সাঈদ, ডাঃ মন্টু, ড. মোশারফ হোসেন ফাউন্ডেশনের নেতা আলামিন সুমন, কামরুল হাসান, দেওয়ান আব্দুর সাত্তার, আবু নাসের, আলমগীর হোসেন সরকার, রহুল আমিন, যুবদল নেতা মনিরুল ইসলাম মনির, ডা. আতাউল্লাহ, মামুন, সাব্বির, জাকির হোসেন সরকার প্রমুখ।
সভাপতি শরীফ চৌধুরী পাপ্পু সকলকে ধন্যবাদ দিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন। এর আগে অনুষ্ঠানে এলে ডা শেখ ফরহাদকে প্রবাসীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
Posted ৯:৪১ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫
nyvoice24 | New York Voice 24