রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে জুলাই সনদের খসড়া সংশোধনের সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫   সর্বশেষ আপডেট : ১০:৩৫ পূর্বাহ্ণ

রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে জুলাই সনদের খসড়া সংশোধনের সিদ্ধান্ত

রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে জুলাই জাতীয় সনদের খসড়া সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। জুলাই সনদের খসড়ার উপর দলগুলোর দেওয়া মতামত পর্যালোচনা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে পরস্পর বিরোধী মতামত নিয়ে কিভাবে দলগুলোর সঙ্গে সমঝোতায় পৌছানো যায়, সেই প্রচেষ্টা অব্যাহত রাখার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) জাতীয় সংসদ ভবনস্থ কমিশন কার্যালয়ে ঐকমত্য কমিশনের বৈঠকে জুলাই জাতীয় সনদ-২০২৫ এর সমন্বিত খসড়ার উপর বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে প্রাপ্ত মতামতগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন ও ড. মো. আইয়ুব মিয়া।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়, সভায় জুলাই সনদের সমন্বিত খসড়ার উপর বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে প্রাপ্ত মতামতগুলোর ওপর আগের দিন শুরু হওয়া অসমাপ্ত আলোচনা অব্যাহত ছিলো। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে পাওয়া মতামত বিশ্লেষণের পাশাপাশি সনদে অন্তর্ভুক্ত সিদ্ধান্তসমূহের ভাষাগত যথার্থতা পুনর্মূল্যায়ন করা হয়। এছাড়া সনদ বাস্তবায়নের সম্ভাব্য উপায় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাদা আলাদা গ্রুপে অনানুষ্ঠানিক আলোচনার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করেন কমিশনের সদস্যরা।

উল্লেখ্য, জুলাই সনদ বাস্তবায়নের উপায় ও পদ্ধতি নির্ধারণে রাজনৈতিক দলগুলোর মতামত গ্রহণের পাশাপাশি বিশেষজ্ঞদের আলোচনা অব্যাহত রেখেছে কমিশন।

গত ১৬ আগস্ট ঐকমত্য কমিশনের পক্ষ থেকে প্রস্তাবিত জুলাই সনদের পূর্ণাঙ্গ সমন্বিত খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে মতামতের জন্য পাঠানো হয়। এতে মোট ২৯টি রাজনৈতিক দল তাদের মতামত প্রদান করেছে।

Facebook Comments Box

Posted ১০:৩৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us