নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
রবিবার, ৩১ আগস্ট ২০২৫
সর্বশেষ আপডেট : ৯:১২ পূর্বাহ্ণ
মিশিগানে ‘বাংলা সাহিত্য পরিষদ'র কাব্য জলসায় লেখক-কবি-সাহিত্যিকরা। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
বাংলা সাহিত্য পরিষদ-ইউএসএ’র সাহিত্য আসর ৩০ আগষ্ট শনিবার মিশিগান ষ্টেটের হ্যামট্রাম্যাক সিটি’র হলব্রুক এভিনিউয়ের অস্থায়ী কার্যালয়ে সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমান শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সংগঠনের সহ-সভাপতি ও মুখপাত্র হারান কান্তি সেনের সঞ্চালনায় আসরে প্রধান অতিথি ছিলেন প্রখ্যাত লেখিকা সামশাদ হুসাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন লেখক-গীতিকার ইশতিয়াক রুপু,বাংলাদেশ সরকারের সাবেক সচিব মোঃ আব্দুর রউফ ।
স্বরচিত লেখা পাঠ ও সাহিত্য আলোচনায় অংশ নেন কবি সুবিমল সেনাপতি,সঞ্জয় দেব,সফিক রহমান,ফনি দে,আবুল কালাম আজাদ,শাহরিয়ার আহমদ,শর্মিলা দেব প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন হোসেইন মোহাম্মদ কামরুল,হীরা লাল দে,আবুল ফয়েজ চৌধুরী, মোঃ মাহবুবুর রহমান প্রমুখ।
প্রধান অতিথি সামশাদ হুসাম বলেন, নিজের জন্য সময় বের করা ও অপেক্ষাকৃত শান্ত পরিবেশে থেকে সাহিত্য চর্চা করার জন্য তিনি নিউইয়র্ক থেকে মিশিগানে স্থানান্তরিত হয়েছেন! সাহিত্য আসরে এসে স্বগোত্রিয় অর্থ্যাৎ সাহিত্যিকদের সাথে যোগদান করে তাঁর খুব ভালো লাগছে। যদিও তিনি শারিরীক অসুস্থতার মধ্য দিয়ে জীবন-যাপন করছেন তবুও বাংলা সাহিত্য পরিষদ ইউএসএ’র সাহিত্য আসরে যোগ দিতে সব সময় চেষ্টা করবেন বলে উল্লেখ করেন। অনুষ্ঠানে কবিকে বাংলা সাহিত্য পরিষদ ইউএসএ’র পক্ষ থেকে ফুল ও প্রীতি উপহার দিয়ে মিশিগানে বরণ করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সবাইকে আপ্যায়িত করেন কবি দম্পতি সঞ্জয় দেব-শর্মিলা দেব!
Posted ৯:১২ পূর্বাহ্ণ | রবিবার, ৩১ আগস্ট ২০২৫
nyvoice24 | New York Voice 24