নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫
সর্বশেষ আপডেট : ৯:৫০ পূর্বাহ্ণ
সিনিয়র সিটিজেনদের মধ্যে ফ্রি মেডিক্যাল ইন্সট্রুমেন্ট বিতরণকালে শুভেচ্ছা বক্তব্য রাখেন গোলাম ফারুক শাহীন। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
২৯ আগস্ট শুক্রবার দুপুর লংআইল্যান্ডে ‘মসজিদ দারুল কোরআন’র পার্কিং লটে বাংলাদেশীদের উদ্যোগে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সিনিয়র সিটিজেনদের মধ্যে ফ্রি মেডিক্যাল ইন্সট্রুমেন্ট বিতরণ করা হয়। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন বিএনপি চেয়ারপার্সনের পররাষ্ট ্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য ও কমিউনিটি এ্যাক্টিভিষ্ট গোলাম ফারুক শাহীন এবং মসজিদের মুসল্লি মুশফিকুল আমিন।

সিনিয়র সিটিজেনদের মধ্যে ফ্রি মেডিক্যাল ইন্সট্রুমেন্ট বিতরণ করা হয়। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
এই মানবতার সেবায় বিশেষভাবে অনুপ্রাণিত করেছে এ্যাঞ্জেলা হাউজ চ্যারিটি। এই জন্য আয়োজকরা বিশেষ ভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানান এ্যাঞ্জেলা হাউজের কর্মকর্তা মারিয়া রোটাকে। তার সহযোগিতায় এমন মহৎ কাজটি করা সম্ভব হয়েছে বলে উল্লেখ করেন গোলাম ফারুক শাহীন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মসজিদ দারুল কোরআন এর প্রতিষ্ঠাতা, এবং সাফোক কাউন্টির সকলের পরিচিত মুখ ডা: হাফিজুর রহমান। গেস্ট অব অনর হিসেবে উপস্থিত ছিলেন মসজিদ দারুল কোরআনের সাবেক সভাপতি সাহিদ মিয়াজি। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মসজিদ দারুল কোরআনের সভাপতি ফুহাদ খাঁন, ডাঃ আবু হক, ডা:রাশেদ জাভেদ খাঁন, মেজবাহ উদ্দিন হেলাল, ফৌজি এন্টিনিউ, ইফরান কাওয়াজ,আজাহার চৌধুরী এবং আবুবকর সিদ্দিক। বিশিষ্টজনদের মধ্যে ছিলেন রুমন প্রধান, তারেকুর রহমান, শাজাহান সিরাজ, শওকত আলী, মোহাম্মদ হাসান আলী,সালাহ প্রমুখ। এ সময় আরো জানানো হয় যে, প্রতি মাসের শেষ শুক্রবার বেলা ১২টা থেকে ২.৩০ মিনিট পর্যন্ত এই কর্মসূচী অনুষ্ঠিত হবে।
ছবির ক্যাপশন-দারুল কোরআন-১
সিনিয়র সিটিজেনদের মধ্যে ফ্রি মেডিক্যাল ইন্সট্রুমেন্ট বিতরণকালে শুভেচ্ছা বক্তব্য রাখেন গোলাম ফারুক শাহীন। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
ছবির ক্যাপশন-দারুল কোরআন-২
সিনিয়র সিটিজেনদের মধ্যে ফ্রি মেডিক্যাল ইন্সট্রুমেন্ট বিতরণ করা হয়। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
========
————
Posted ৯:০৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫
nyvoice24 | New York Voice 24