ইমিগ্রেশন জজের ঘাটতি পূরণে সামরিক বাহিনীর আইনজীবী

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:৫৯ পূর্বাহ্ণ

ইমিগ্রেশন জজের ঘাটতি পূরণে সামরিক বাহিনীর আইনজীবী

সামরিক বাহিনীর আইনজীবীগণের মধ্য থেকে ৬০০ জনকে অভিবাসন দফতরের বিচারক হিসেবে অতিরিক্ত দায়িত্ব প্রদানের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। প্রতিরক্ষা মন্ত্রী পিটে হেগসেথ ইতিমধ্যেই চৌকষ ৬০০ জনকে বাছাইয়ের কাজ শুরু করেছেন বলে ওয়াশিংটন পোস্ট ৩ সেপ্টেম্বর প্রকাশিত এক সংবাদে উল্লেখ করেছে। উল্লেখ্য, অভিবাসন-বিরোধি অভিযান পরিচালনায় জনবল সংকট কাটিয়ে উঠার অভিপ্রায়ে ইতিমধ্যেই এই দফতরের অবসরপ্রাপ্ত কর্মকর্তাগণকে পুনরায় কাজে ফিরলে ৫০ হাজার ডলারের প্রণোদনা ছাড়াও নানা সুযোগ-সুবিধার অফার দেয়া হয়েছে। এছাড়া আরো ১০ হাজার অফিসার (আইস) নিয়োগের বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে। এজন্যে ট্রাম্পের অনুরোধে কংগ্রেসও বিপুল অর্থ বরাদ্দের একটি বিল গত জুলাইতে পাশ করেছে।

জানা গেছে, সামরিক বাহিনীর আইনজীবীগণকে ‘জজ এডভোকেট জেনারেল’ (জিএজি)বলা হয়ে থাকে। তারা নানা ইস্যুতে বিচারকগণকে পরামর্শ দিয়ে থাকেন। এখোন তাদেরকে অভিবাসন বিচারকের দায়িত্ব পালন করতে হবে অর্থাৎ নির্বাচনী অঙ্গিকার অনুযায়ী প্রেসিডেন্ট ট্রাম্প যাতে অবৈধ অভিবাসী গ্রেফতারের পরই স্বল্পতম সময়ে নিজ নিজ দেশে পাঠিয়ে দিতে পারেন সেটি নিশ্চিতকল্পে এ পদক্ষেপ নেয়া হয়েছে। এছাড়া, লসএঞ্জেলেস ও ওয়াশিংটন ডিসিতে সামরিক বাহিনী মোতায়েনের পর অবৈধ অভিবাসী ও গুরুতর অপরাধীদের গ্রেফতার প্রক্রিয়ার সুফলের পথ বেয়ে শীঘ্রই শিকাগো, নিউইয়র্ক, ফিলাডেলফিয়া, বস্টনের মত বড়বড় সিটিতেও সামরিক বাহিনী মোতায়েনের কথা ভাবছে ট্রাম্প প্রশাসন। সেক্ষেত্রে অভিবাসন কোর্টে বিচারকের ঘাটতি পূরণ করা জরুরী হয়ে পড়েছে। পেন্টাগণের মুখ্য মুখপাাত্র শ্যন পারনেল এক বিবৃতিতে বলেছেন, জিএজিগণকে অভিবাসন কোর্টে বসানোর পর ব্যাকলগ কমবে এবং ত্বড়িত গতিতে অবৈধ অভিবাসীদের বহিষ্কারের সিদ্ধান্তও পাওয়া যাবে বলে আশা করছে ট্রাম্প প্রশাসন। তবে অনেকে আশংকা করছেন যে, অভিবাসনের আইন ও বাস্তবতা সম্পর্কে সম্যক জ্ঞান-অভিজ্ঞতা না থাকায় জিএজি কর্তৃক সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করা সম্ভব হবে না। নিজ দেশে ফিরলেই যাকে চরম পরিস্থিতির ভিকটিম এমনকি হত্যাকান্ডের শিকার হবার আশংকা রয়েছে, তেমন ব্যক্তিগণের আবেদন যদি নাকচ করা হয় তাহলে সেটি হবে বড় ধরনের একটি অন্যায়-যা যুক্তরাষ্ট্রের নীতি-নৈতিকতার পরিপন্থি।

Facebook Comments Box

Posted ৯:৫৯ পূর্বাহ্ণ | বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us