মালয়েশিয়ায় আটক ৭৭০ অবৈধ বাাংলাদেশি

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫   সর্বশেষ আপডেট : ১০:০৩ পূর্বাহ্ণ

মালয়েশিয়ায় আটক ৭৭০ অবৈধ বাাংলাদেশি

মালয়েশিয়ার কুয়ালালামপুরে বুকিত বিনতাং এলাকায় একটি বিশেষ অভিযানে ৭৭০ জন নথিবিহীন অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। এদের মধ্যে ৩৭৭ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন। স্থানীয় গণমাধ্যম ‘দ্য স্টার’-এর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

অভিযানের বিস্তারিত

সময় ও স্থান: মঙ্গলবার রাতে কুয়ালালামপুরের বুকিত বিনতাং এলাকার সরু ও অন্ধকার গলিগুলোতে এই অভিযান চালানো হয়।

আটকের সংখ্যা: অভিযানে প্রায় ২,৪০০ জনেরও বেশি ব্যক্তিকে তল্লাশি করা হয়। এর মধ্যে নথিবিহীন ৭৭০ জনকে আটক করা হয়েছে।

বাংলাদেশি নাগরিক: আটককৃতদের মধ্যে ৩৭৭ জন বাংলাদেশি, যাদের সবাই পুরুষ। তাদের বয়স ২১ থেকে ৬৫ বছরের মধ্যে।

অন্যান্য দেশের নাগরিক: আটককৃতদের মধ্যে ২৩৫ জন মিয়ানমারের, ৭২ জন নেপালের, ৫৮ জন ভারতের এবং ১৭ জন ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। এছাড়া, অন্য দেশের কয়েকজন নারী ও পুরুষও আটক হয়েছেন।

কারণ: অভিবাসন বিভাগের আইনপ্রয়োগ শাখার পরিচালক বসরি ওথমান জানান, অবৈধ অভিবাসীদের বিষয়ে বেশ কয়েক সপ্তাহ ধরে অভিযোগ আসছিল। আটককৃতদের কারও বৈধ পরিচয়পত্র ছিল না, আবার কারও বসবাসের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল।

জুয়ার আস্তানা আবিষ্কার

অভিযানের সময় কর্মকর্তারা একটি অনলাইন জুয়ার আস্তানারও সন্ধান পান, যেখানে সিসি ক্যামেরা বসানো ছিল। কর্মকর্তারা ভেতরে ঢুকে জুয়ায় ব্যস্ত সাতজন বিদেশিকে দেখতে পান এবং তাদের সবাইকে আটক করেন। প্রাথমিক তদন্তের জন্য আটককৃতদের পুত্রজায়ায় ইমিগ্রেশন বিভাগে নেওয়া হয়েছে।

Facebook Comments Box

Posted ১০:০০ পূর্বাহ্ণ | বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us