নাজনীন সীমনের বইয়ের প্রকাশনা উৎসব ২০ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫   সর্বশেষ আপডেট : ১০:৪০ পূর্বাহ্ণ

নাজনীন সীমনের বইয়ের প্রকাশনা উৎসব ২০ সেপ্টেম্বর

‘কফিনের পাশে নিরশ্রু জনতা’

কবি ও গল্পকার নাজনীন সীমনের নতুন কবিতা বই ‘কফিনের পাশে নিরশ্রু জনতা’র প্রকাশনা উৎসব আগামী ২০ সেপ্টম্বর নিউইয়র্ক সিটির কুইন্সে উডহেভেন পাবলিক লাব্রেরিতে অনুষ্ঠিত হবে। শব্দগুচ্ছ পান্ডুলিপি প্রকাশনার অধিনে প্রকাশনা সংস্থা নালন্দার তত্ত্ববধানে একুশে বইমেলায় এই বই প্রকাশিত হয়। অনুষ্ঠানে কবিতা নিয়ে আলোচনা, কবিকণ্ঠে কবিতাপাঠ, আবৃত্তি ও সঙ্গীতের আয়োজন করা হয়েছে। সময় দুপুর ১টা। সকলের জন্যে অনুষ্ঠান উন্মুক্ত। আয়োজনে শব্দগুচ্ছ ও কুইন্স পাবলিক লাইব্রেরি। উল্লেখ্য এটি নাজনীন সীমনের ১২তম গ্রন্থ। তিনি নিউইয়র্ক সিটি হাইস্কুলের ইংরেজির শিক্ষক। তাঁর কবিতা অনূদিত হয়েছে ইংরেজি, পোলিশ, কোরিয়ান, ইউক্রেনিয়ান, ও রোমানিয়ান ভাষায়। তিনি ২০২৪ সালে পোল্যান্ডে অনুষ্ঠিত আন্তর্জাতিক কবিতা উৎসবে আমন্ত্রিত কবি হিসেবে উপস্থিত ছিলেন। তাছাড়া ইতিপূর্বে কুইন্স লাইব্রেরি তাঁর কর্ম ও লেখালেখি নিয়ে ২০২১ সালে একটি পটকাষ্ট প্রকাশ করে। তিনি ম্যাস পোয়েট্রি ফেস্টিভাল , লং আইল্যান ইউনিভার্সিটি ও ইয়েল ক্লাবে ফিচার পোয়েট হিসেবে ইতিপূর্বে কবিতা পড়েছেন।

Facebook Comments Box

Posted ১০:৪০ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us