কাদের সিদ্দিকী বর্ধিত সভায় অসুস্থ হয়ে পড়লেন

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:৫৩ পূর্বাহ্ণ

কাদের সিদ্দিকী বর্ধিত সভায় অসুস্থ হয়ে পড়লেন

ছবি সংগৃহীত

টাঙ্গাইলের সখীপুরে কৃষক শ্রমিক জনতা লীগের বর্ধিত সভায় অসুস্থ হয়ে পড়েছেন দলটির প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম। শনিবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি সখীপুরের নিজ বাসায় চিকিৎসকদের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন।
ঘটনার বিবরণ
সকাল থেকে শুরু হওয়া বর্ধিত সভায় কাদের সিদ্দিকী দুপুর ১২টার দিকে প্রধান অতিথি হিসেবে অংশ নেন।

অনুষ্ঠান চলাকালীন তিনি দলীয় নেতাদের বক্তব্য শোনার সময় অচেতন হয়ে চেয়ার থেকে ঢলে পড়েন।

সঙ্গে থাকা নেতাকর্মীরা তাকে ধরে গাড়িতে করে বাড়িতে নিয়ে যান।

চিকিৎসা ও বর্তমান অবস্থা
সখীপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়েছেন।

বর্তমানে তিনি বাসাতেই চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন।

উন্নত চিকিৎসার প্রয়োজন হলে তাকে ঢাকায় নেওয়া হবে।

তার ব্যক্তিগত সহকারী ফরিদ আহমেদ জানিয়েছেন, কাদের সিদ্দিকী আগের তুলনায় কিছুটা সুস্থবোধ করছেন।

দলীয় প্রতিক্রিয়া
উপজেলার কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুস ছবুর খান ও সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীব জানান, দলের প্রধান নেতা বাসাতেই চিকিৎসা নিচ্ছেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজন হলে ঢাকায় উন্নত চিকিৎসা করা হবে।

Facebook Comments Box

Posted ৯:৫৩ পূর্বাহ্ণ | শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us