আনিসুর রহমান
প্রিন্ট
মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫
সর্বশেষ আপডেট : ৯:৩০ পূর্বাহ্ণ
নয়া কমিটির অনুমোদন।
হাই কমান্ডের নির্দেশ ও সুপারভিশনে নিউইয়র্ক স্টেটের বাফেলো অঞ্চলে বিএনপির সাংগঠনিক কাঠামোতে আরেকটি সংযোজন ঘটলো। তৃণমূলের পরীক্ষিত নেতা-কর্মীগণের সমন্বয়ে ৮ সেপ্টেম্বর ‘ওয়েষ্টার্ন নিউইয়র্ক বিএনপি’র ৬১ সদস্যবিশিষ্ট নয়া কমিটির অনুমোদন দিয়েছেন নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি অলিউল্লাহ আতিকুর রহমান ও সাধারন সম্পাদক সাইদুর রহমান সাইদ।
কমিটির কর্মকর্তারা হলেন : আহবায়ক শাহিনুর ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক নাজমুল আলম, যুগ্ম আহবায়ক মো সিরাজুল মোস্তফা জাভেদ, তরিকুল ইসলাম প্রিন্স, মো জামাল উদ্দিন, মুন্সি সাজেদুর রহমান টেন্টু, সারোয়ার আরিফ, হাসান মহায়মেন, মো জাকারিয়া, সোলায়মান হোসাইন সালমান, মাহমুদুল হাসান, মো জি মোস্তফা, নুর সাফা, একেএম আবু হানিফ, আঃ রাজ্জাক মাসুদ এবং সৈয়দ ওয়াসিম বাবু, সদস্য সচিব-মো আব্দুর রহিম, যুগ্ম সদস্য সচিব সিয়াম আহমেদ, সহ সদস্য সচিব মো শওকত আকবর, রিপন হক এবং মো শাহ আলম। আহবায়ক কমিটির সদস্যরা হলেন কামাল উদ্দিন, তোফাজ্জল হোসেন, মনিরুল আহসান, মিলাদুর ইসলাম, শরিফজাদা মাহবুব রহমান, সৈয়দ মমিত, শামসু উদ্দিন, তৌহিদুল মাওলা রিফাত, সানাউল হক নিরু, মোস্তফা কামাল, শাহাবুদ্দিন, সাখাওয়াত হোসাইন, শরফুদ্দিন মোল্লা, এনামুল হক, সৈয়দ পুনম, নোবেল হুমায়ুন, নুর উদ্দিন চৌধুরী মারুফ, মো বশির উদ্দিন, মো তোজাম্মেল হোসেন, মোতালেব খান, মো নজিরুল হক, রুবেল, গিয়াস উদ্দিন মিলাত, মো সালেহ আহমেদ, মোসলেম উদ্দিন, শামসুল আলম রিটু, আমজাদ হোসেন, আইয়ুব, মো ইদ্রিস, আঃ আলিম রারী, আশিক ভূইয়া রিমন, রাসেল আহমেদ, আতিকুর রহমান, আসিফ রহমান, মোস্তফা আহমেদ খান, হাসান সরকার, সেলিম উদ্দিন, মোছা লিনা এবং মোমেনা বেগম। সম্মেলনের মাধ্যমে শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে আহবায়ক কমিটিতে।
Posted ৯:৩০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫
nyvoice24 | New York Voice 24