সুষ্ঠু নির্বাচন না হলে অন্তর্বর্তী সরকারের অর্জন থাকবে না: সালাহউদ্দিন

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:০৮ পূর্বাহ্ণ

সুষ্ঠু নির্বাচন না হলে অন্তর্বর্তী সরকারের অর্জন থাকবে না: সালাহউদ্দিন

সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে না পারলে অন্তর্বর্তী সরকারের সব অর্জন প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে নাগরিক কোয়ালিশন আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনই দেশের জন্য বড় চ্যালেঞ্জ। এ নির্বাচন সুষ্ঠু না হলে সরকারের পূর্ববর্তী অর্জনগুলো অর্থহীন হয়ে যাবে।

মূল বক্তব্যগুলো:

নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপ অনুযায়ী কার্যক্রম চলছে বলে মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ।

সংবিধান সংশোধনের ক্ষমতা শুধুমাত্র নির্বাচিত জাতীয় সংসদের রয়েছে; ভিন্ন পথে গেলে তা আদালতে চ্যালেঞ্জ হতে পারে।

সরকারের কিছু অর্জন আছে, ব্যর্থতাও আছে; তবে সুষ্ঠু নির্বাচন না হলে অর্জন বলতে কিছুই থাকবে না।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, ভোট নিয়ে জনগণের যে দুশ্চিন্তা রয়েছে, তা দূর করা সরকারের দায়িত্ব।

Facebook Comments Box

Posted ৯:০৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us