পরস্পর-বিরোধী কর্মসূচিতে উত্তেজনা আমেরিকায়

ইউনূসকে জেএফকে এয়ারপোর্টে প্রতিহত ও স্বাগত সমাবেশ

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫   সর্বশেষ আপডেট : ১০:১৬ পূর্বাহ্ণ

ইউনূসকে জেএফকে এয়ারপোর্টে প্রতিহত ও স্বাগত সমাবেশ

ইউনূসকে প্রতিহত করার প্রস্তুতি সমাবেশে আওয়ামী লীগের নেতৃবৃন্দ। ছবি-এনওয়াইভয়েস২৪ডটকম।

জাতিসংঘের চলতি ৮০তম অধিবেশনে যোগদান উপলক্ষে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহম্মদ ইউনূসের নিউইয়র্কে আগমনের সময় ২২ সেপেটম্বর সোমবার দুপুরে জেএফকে এয়ারপোর্টে স্বাগত ও প্রতিরোধ সমাবেশ ঘিরে তুমুল উত্তেজনা চলছে কম্যুনিটিতে। যুক্তরাষ্ট্র বিএনপিসহ সহযোগী এবং অঙ্গ সঙগঠনের নেতা-কর্মীরা ড. ইউনূস, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্বাগত জানানোর ব্যাপক প্রস্তুতি নিয়েছে। এক্ই সময়ে তুমুল বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং সমমনা সংগঠনগুলো। পরস্পর বিরোধী কর্মসূচিতে হাজারো প্রবাসীর সমাগম ঘটানোর সংকল্প ব্যক্ত করা হয়েছে ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত উভয় পক্ষের প্রস্তুতি সভায়। উল্লেখ্য, আওয়ামী লীগের নেতা-কর্মী-সমর্থকরা ইতিমধ্যেই ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, জর্জিয়া, মিশিগান, শিকাগো, বস্টন, পেনসিলভেনিয়া, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, নিউজার্সি, কানেকটিকাট থেকে নিউইয়র্কে জড়ো হয়েছেন। তারা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে শান্তিপূর্ণভাবে ‘যেখানে ইউনূস-সেখানেই প্রতিরোধ’ কর্মসূচি পালন করবেন বলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সেক্রেটারি সামাদ আজাদ, যুক্তরাষ্ট্রের দক্ষিনাঞ্চলীয় শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান এবং সেক্রেটারি ডা. মোহাম্মদ আলী মানিক, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি ইমদাদ চৌধুরী পৃথক পৃথকভাবে জানিয়েছেন। আওয়ামী লীগের কর্মসূচিতে মুহম্মদ ইউনূস যে হোটেলে অবস্থান করবেন তার সামনেও প্রতিদিন অবস্থান কর্মসূচি ও কালো পতাকা প্রদর্শনের কথাও রয়েছে। শুধু তাই নয়, ২৬ সেপ্টেম্বর শুক্রবার জাতিসংঘে মুহম্মদ ইউনূসের ভাষণের সময়েও বাইরে কাল পতাকা প্রদর্শন ও বিক্ষোভ-সমাবেশের পরদিন ২৭ সেপ্টেম্বর অপরাহ্নে টাইমস স্কোয়ার সংলগ্ন ম্যারিয়ট মারক্যুস হোটেলে মুহম্মদ ইউনূসের মতবিনিময় সমাবেশের বাইরেও বিক্ষোভ প্রদর্শনের জন্যে নিউইয়র্ক সিটি প্রশাসনের অনুমতি সংগ্রহ করা হয়েছে।

ইউনূসকে স্বাগত জানানোর প্রস্তুতি সমাবেশে বিএনপির নেতৃবৃন্দ। ছবি-এনওয়াইভয়েস২৪ডটকম।

অপরদিকে, ২০ সেপ্টেম্বর জ্যাকসন হাইটসে নবান্ন রেস্টুরেন্টের সামনে বিএনপির সমাবেশ থেকে মুহম্মদ ইউনূস এবং তার সফরসঙ্গি হিসেবে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিশিষ্টজনদের ২২ সেপ্টেম্বর জেএফকে এয়ারপোর্টে স্বাগত জানানোর কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এতে বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য আব্দুল লতিফ সম্রাট, গিয়াস আহমেদ এবং জিল্লুর রহমান জিল্লুর, বিএনপি চেয়ারপার্সনের পররাষ্ট্র সম্পর্কিত কমিটির অন্যতম সদস্য গোলাম ফারুক শাহীন, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা আতিকুর রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জসিমউদ্দিন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদ -সহ সর্বস্তরের নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন। বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগের সকল কর্মসূচি রুখে দেয়ার সংকল্পও ব্যক্ত করা হয়েছে। এরফলে কম্যুনিটিতে উত্তেজনা বিরাজ করছে। আর এই উত্তেজনাকে উস্কে দেয়া হয়েছে ওয়াশিংটনে বাংলাদেশের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা কর্তৃক নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দুদিন আগে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কয়েকজনকে গ্রেফতারের তথ্য উপস্থাপনের মধ্যদিয়ে। এটাকে ডাহা মিথ্যা এবং ইউনূস বিরোধী বিক্ষোভকে থামিয়ে দেয়ার নীল নক্সার অংশ হিসেবে অপপ্রচারণা চালানো হচ্ছে বলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃবৃন্দ অভিযোগ করেছেন। বলা হয়েছে, গোলাম মোর্তজার বিবৃতিতেই গ্রেফতারের মিথ্যাচারের বিষয়টি প্রকাশিত হয়েছে। গতমাসে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম নিউইয়র্ক কন্স্যুলেটে এক মতবিনিময় সমাবেশে যোগদানকালে বাইরে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিক্ষোভের সময় কিছু ভাঙচুরের ঘটনা ঘটেছে। সেই হামলা ও ভাঙচুরের ঘটনাটি স্টেট ডিপার্টমেন্টকে অবহিত করার পর একাধিক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতারের কথা বলার ঐ পোস্টে গোলাম মোর্তজা বলেছেন, তদন্ত শেষ হওয়ার পরই মামলা করার ধাপ আসবে। এখনো কোন মামলা হয়নি, কেবল অভিযোগ জানানো হয়েছে। এটিই যুক্তরাষ্ট্রের আইনী প্রক্রিয়া। ‘মোর্তজার এমন বিবৃতিতেই স্পষ্ট হয়েছে কাউকে গ্রেফতারের মিথ্যা তথ্য উপস্থাপনার বিষয়টি’-উল্লেখ করেছেন আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান। তাই কাউকে বিভ্রান্ত না হবার আহবান জানানো হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে।

এদিকে, নিউইয়র্ক পুলিশের সাথে যোগাযোগ করেও কাউকে গ্রেফতারের তথ্য নিশ্চিত হওয়া যায়নি।

Facebook Comments Box

Posted ১০:১৬ পূর্বাহ্ণ | রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us