যুক্তরাষ্ট্র বিএনপির হদিস নেই

বিশেষ সংবাদদাতা   প্রিন্ট
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:৪৭ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্র বিএনপির হদিস নেই

নেতা-কর্মীগণকে আশ্বস্ত করছেন আনোয়ার হোসেন খোকন। ছবি-এনওয়াইভয়েস২ ডটকম।

৩৮ বছরের অধিক সময় নানা কর্মসূচি পালনের মধ্যদিয়ে নিউইয়র্ক সিটিকে ‘বিএনপির দুর্গ’ হিসেবে পরিচিতি এনে দেয়া যুক্তরাষ্ট্র বিএনপির নেতা-কর্মীরা এখোন দাবি নিজেদের পরিচয় সংকটে ভোগছেন। ‘বাংলাদেশে জঙ্গি-সন্ত্রাসের লেবাসে গদিনসীন হওয়া মুহম্মদ ইউনূস’কে জেএফকে এয়ারপোর্টে স্বাগত জানানোর সময় তারা কোন ব্যানারে জড়ো হবেন-তা নিয়ে ২১ সেপ্টেম্বরঅনির্দ্ধারিত এক বৈঠকে মিলিত হয়েছিলেন কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের সাথে।

সে সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট, জিল্লুর রহমান এবং গিয়াস আহমেদ, চেয়ারপার্সনের ফরেন এ্যাফেয়ার্স এডভাইজারি টিমের সদস্য গোলাম ফারুক শাহীনও সেখানে ছিলেন। বৈঠকে ক্ষুব্ধচিত্তে হাজির জন বিএনপির চরম দু:সময়ে যারা কাজ করেছেন, অর্থ ব্যয় এবং মেধার বিনিয়োগ ঘটানো নেতৃবৃন্দ। এমনকি, জেএফকে এয়ারপোর্টে শেখ হাসিনার বিরুদ্ধে বিক্ষোভের সময় রক্ত ঝরা মোস্তফা কামাল পাশা বাবুল, কংগ্রেসে বিভিন্ন পর্যায়ে দেন-দরবার করা আকতার হোসেন বাদলও ছিলেন এ বৈঠকে। দীর্ঘ আলাপ-আলোচনার সময় আনোয়ার খোকন সকলকে আশ্বস্ত করেন যে, হাই কমান্ডের নির্দেশে ইতিমধ্যেই ১৮ স্টেটের কমিটি হয়েছে। আরো কটি শাখা গঠনের পর হাই কমান্ড নির্দেশ দিয়ে বিলুপ্ত যুক্তরাষ্ট্র বিএনপির ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হবে। এর আগে ‘সাবেক যুক্তরাষ্ট্র বিএনপি’ ব্যবহার করা যেতে পারে। সময়ের পরীক্ষায় উত্তীর্ণ নেতা-কর্মীরা আরো জানিয়েছেন যে, ইউনূসের সাথে দলের মহাসচিব আসছেন বলেই আমরা এয়ারপোর্টে স্বাগত জানানোর তাগিদ অনুভব করছি। অন্যথায় কখনোই এয়ারপোর্টে যেতাম না। নেতা-কর্মীরা আরো উল্লেখ করেছেন যে, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিউইয়র্কে অবস্থানকালে একটি বৈঠকে মিলিত হয়ে যুক্তরাষ্ট্র বিএনপিকে পুনরুজ্জীবিত করা নিয়ে আলোচনা করতে হবে।

Facebook Comments Box

Posted ৯:৪৭ পূর্বাহ্ণ | সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us