সংলাপে বসতে যাচ্ছে ইসি ২৮ সেপ্টেম্বর থেকে

অনলাইন ডেস্ক   প্রিন্ট
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:৫৪ পূর্বাহ্ণ

সংলাপে বসতে যাচ্ছে ইসি ২৮ সেপ্টেম্বর থেকে

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ধারাবাহিক সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

মূল বিষয়গুলো:
সংলাপ শুরুর তারিখ: ২৮ সেপ্টেম্বর থেকে।

প্রথম ধাপের অংশগ্রহণকারী: শিক্ষাবিদ, সুশীল সমাজের প্রতিনিধি।

পরবর্তী ধাপগুলোতে: নারী নেত্রী, সাংবাদিক, রাজনৈতিক দল ও নির্বাচন বিশেষজ্ঞরা।

চিঠি পাঠানো হবে: সংলাপের এক সপ্তাহ থেকে ১০ দিন আগে আমন্ত্রিতদের কাছে।

সংলাপের সময়সূচি: পূজা ও ছুটির দিন বিবেচনায় ধাপে ধাপে নির্ধারণ করা হবে।

রাজনৈতিক দল: বর্তমানে নিবন্ধিত দলের সংখ্যা ৫১টি; নতুন দলের নিবন্ধন প্রক্রিয়াও দ্রুত শেষ করতে চায় ইসি।

ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক জানিয়েছেন, আনঅফিসিয়ালি বলা যায় যে ২৮ সেপ্টেম্বর থেকেই সংলাপ শুরু হবে।
অন্যদিকে, সচিব আখতার আহমেদ বলেন, নির্বাচনের স্বচ্ছতা ও অংশগ্রহণ নিশ্চিত করতে বিভিন্ন অংশীজনের সঙ্গে ধারাবাহিক আলোচনা হবে।

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানান, রোডম্যাপ অনুযায়ী চলতি মাসের শেষ দিকেই এই সংলাপ আয়োজনের পরিকল্পনা রয়েছে।

Facebook Comments Box

Posted ৯:৫৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us