১১ অক্টোবর ওয়াশিংটন ডিসিতে ‘প্রজেক্ট ১৯৭১’ প্রদর্শনী ও আলোচনা

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:০০ পূর্বাহ্ণ

১১ অক্টোবর ওয়াশিংটন ডিসিতে ‘প্রজেক্ট ১৯৭১’ প্রদর্শনী ও আলোচনা

রাজধানী ওয়াশিংটন ডিসি (৬২০ মিশিগান এভিনিউ, নর্থইস্ট)তে অবস্থিত ক্যাথলিক ইউনিভার্সিটি অব আমেরিকায় ‘প্রজেক্ট ১৯৭১’ শীর্ষক এক আলোচনা ও মহান মুক্তিযুদ্ধের ওপর চিত্র ও চলচ্চিত্র প্রদর্শনী হবে। এ প্রসঙ্গে উদ্যোক্তা অধ্যাপক ড. আদনান মোর্শেদ জানিয়েছেন, ইতিহাস একটি খুবই জটিল বিষয়। আমরা প্রায়ই সরলীকরণ করে ভেবে বসি ইতিহাস যেন অতীতের নিছক একটি ধারা বর্ণনা। তা কিন্তু মোটেই নয়। একজন ইতিহাসবিদ অতীতের কোন ধরণের তথ্য, অতীতের কোন ঘটনাকে আর সাক্ষ্য বা প্রামাণিক দলিলকে প্রাধান্য দেবেন, এবং এসব তথ্য-উপাত্ত কিভাবে তার নিজস্ব ধ্যান-ধারণা, জীবন-দর্শনের আলোকে ব্যাখ্যা করবেন তার ওপরে নির্ভর করবে ইতিহাসের মান, ধরণ, এবং প্রকৃতি। জাতিগতভাবে আমরা কি সক্ষম হয়েছি আমাদের মান-সম্মত ইতিহাস (অনেক ধারার ইতিহাস) রচনা করতে? বাংলাদেশ স্বাধীন হবার পর থেকেই বিভিন্ন স্বার্থগোষ্ঠী দেশের ইতিহাসকে তাদের নিজ নিজ প্রয়োজনে ব্যবহার করেছে। ইতিহাসের বয়ান তৈরী করা হয়েছে দলীয় স্বার্থে।

গত বছরের অগাস্ট অভ্যুত্থানের পর থেকে আমরা দেখছি বিভিন্ন গোষ্ঠী ইতিহাসকে নতুন করে ঢেলে সাজানোর প্রচেষ্টায় লিপ্ত হয়েছে। তাতে জাতির চিন্তা-চেতনায় তৈরী হয়েছে এক ধরণের বিশৃঙ্খলা । এই প্রেক্ষাপটে প্রশ্ন হচ্ছে, ইতিহাসকে স্থুল রাজনৈতিকতা আর দলীকরণ থেকে কিভাবে রক্ষা করা যা। তার চেয়েও বড়ো প্রশ্ন হচ্ছে , ভালো ইতিহাস বলতে আমরা কি বোঝাতে পারি। এমন একটি পরিস্থিতিতে খুবই প্রয়োজনীয় এ আলোচনায় বৃহত্তর ওয়াশিংটন এলাকার সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন অধ্যাপক ড. আদনান। এটি অনুষ্ঠিত হবে শনিবার, ১১ অক্টোবর, সিম্পোসিয়ামে বেলা ২টা থেকে। এবং ক্রো সেন্টারে সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১৯৭১-বিষয়ক বইয়ের প্রদর্শনী চলবে। মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ নামক দেশটির অভ’্যদয়ের অবিকৃত ইতিহাসের সাথে পরিচিত হতে কিংবা সত্য অনুসন্ধানে আগ্রহীদের জন্যে এ আয়োজনের গুরুত্ব অপরিসীম বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

Posted ৯:০০ পূর্বাহ্ণ | শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us