হাজী সেলিমের বাড়িতে যৌথ বাহিনীর অভিযান

অনলাইন ডেস্ক   প্রিন্ট
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:২৩ পূর্বাহ্ণ

হাজী সেলিমের বাড়িতে যৌথ বাহিনীর অভিযান

ছবি সংগৃহীত

ঢাকার আজিমপুর দায়রা শরিফ এলাকায় সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম-এর বাড়িতে যৌথ বাহিনী অভিযান চালিয়েছে। এই অভিযানে ভবনের আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ের একটি গোপন কক্ষ থেকে বিএমডব্লিউসহ মোট ছয়টি বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়েছে।

রবিাবর (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ‘গুলশানারা মাসুদা টাওয়ার’ নামের ওই ১২তলা ভবনে অভিযান শুরু হয়।

গোপন কক্ষ ও গাড়ি উদ্ধার
অভিযান সূত্র এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্যমতে:

গোপন কক্ষ: ভবনের আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ের একটি অংশে টিনশেড দিয়ে বিশেষভাবে ঘেরা আলাদা একটি কক্ষ তৈরি করা হয়েছিল, সেখানেই গাড়িগুলো লুকিয়ে রাখা হয়।

উদ্ধারকৃত গাড়ি: এই কক্ষ থেকে বিভিন্ন মডেলের মোট ছয়টি বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়। যার মধ্যে—

দুটি বিএমডব্লিউ (একটি সাদা ও একটি লাল রঙের)।

একটি কালো রঙের নিশান পেট্রোল।

একটি সাদা প্রোটন প্রাইভেটকার।

একটি সাদা টয়োটা আইএসটি।

একটি লাল রঙের টয়োটা রাস জিপ গাড়ি।

বিশেষ চিহ্ন: উদ্ধার হওয়া গাড়িগুলোর মধ্যে একটিতে সংসদ সদস্যের লোগোও রয়েছে।

কাগজপত্র: অভিযানের সময় ভবনের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার গাড়িগুলোর কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এমনকি কেন গাড়িগুলো গোপন করে রাখা হয়েছিল, সে বিষয়েও তিনি কোনো সঠিক ব্যাখ্যা দিতে ব্যর্থ হন।

আটক ও জিজ্ঞাসাবাদ

ম্যানেজার আটক: এ ঘটনায় ভবনের ম্যানেজারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং অভিযান শেষে তাকে আজিমপুর আর্মি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে।

অভিযানের তদারকি

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল খান নিশ্চিত করেন যে, যৌথ বাহিনী একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এই অভিযান পরিচালনা করছে এবং এতে পুলিশের সদস্যরা সরাসরি অংশ নিচ্ছেন না।

যৌথ বাহিনীর এক কর্মকর্তা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া গাড়িগুলো সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের নেতা হাজী সেলিম ব্যবহার করতেন। তবে গাড়িগুলোর প্রকৃত মালিকানা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য গণমাধ্যমকে জানানো হবে।

Facebook Comments Box

Posted ৯:২০ পূর্বাহ্ণ | রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us