সাউথ জ্যামাইকা বাংলাদেশী মেলায় প্রাণের আমেজ

আনিসুর রহমান   প্রিন্ট
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫   সর্বশেষ আপডেট : ১০:০৬ পূর্বাহ্ণ

সাউথ জ্যামাইকা বাংলাদেশী মেলায় প্রাণের আমেজ

সমবেত সকলের উল্লাসের মধ্যে অতিথি ও আয়োজকদের পাশে নিয়ে বক্তব্য রাখেন শাহনেওয়াজ। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

প্রাণের আমেজ আর হৃদয়ের উষ্ণতায় কুইন্সে বাংলাদেশীদের নতুন বসতিস্থল মেরিক বুলেভার্ড সংলগ্ন পার্কে গত শনিবার অনুষ্ঠিত হলো ‘সাউথ জ্যামাইকা বাংলাদেশী মেলা।’

বেলাল আহমেদের উদ্যোগে অনুষ্ঠিত এ মেলায় বিভিন্ন খাদ্য আর পণ্যের স্টলে জমজমাট ব্যবসা হয়েছে। কম্যুনিটির জনপ্রিয় উপস্থাপক সোনিয়া শারমিনের প্রাণবন্ত উপস্থাপনায় দিনভর নৃত্য-গীতের পাশাপাশি চলে বিশিষ্টজনদের শুভেচ্ছা বক্তব্য। আর এর মধ্যদিয়ে নয়া বসতিস্থলটি ভিন্ন এক আবহে উদ্বেলিত হয়। অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান শাহনেওয়াজ এবং রিয়েল এস্টেট ইনভেস্টর নুরুল আলিম, কম্যুনিটি লিডার ফখরুল ইসলাম দেলোয়ার, আহসান হাবিব প্রমুখ। গানে গানে উপস্থিত সকলকে মাতিয়ে রেখেছিলেন কিংবদন্তি শিল্পী আবদুল আলীমের মেয়ে জোহরা আলীম, প্রবাসের জনপ্রিয় শিল্পী শিমুল খান, শাহ মাহবুব, রোকসানা মির্জা, শারমিন সিরাজী।

মেলায় অনুষ্ঠিত র‌্যাফেল ড্র। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

মেলার আকর্ষণীয় পর্ব ছিল র‌্যাফেল ড্র। সকলে হুমড়ি খেয়ে টিকিট ক্রয় করেছিলেন। বিজয়ীরা তৃপ্তির হাসি হাসতে হাসতে আবারো সবুজের সমারোহে পরিপূর্ণ এই পার্কে নতুন কোন কর্মসূচির অপেক্ষায় সকলে ঘরে ফিরেছেন।

Facebook Comments Box

Posted ১০:০৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us