নিউইয়র্কে বাস-সাবওয়ে ভাড়া বাড়লো

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
বুধবার, ০১ অক্টোবর ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:০০ পূর্বাহ্ণ

নিউইয়র্কে বাস-সাবওয়ে ভাড়া বাড়লো

বাস-সাবওয়ে ভাড়া বৃদ্ধির পরিক্রমা।

নিউইয়র্কে বাস এবং পাতাল ট্রেনের ভাড়া বাড়লো। ২.৯০ ডলারের টিকিটের দাম ৩ ডলার হলো। ডিসকাউন্টের টিকিটের দাম ৫ সেন্ট বেড়ে দেড় ডলার হয়েছে। ৩০ সেপ্টেম্বর এমটিএ’র (মেট্রপলিটন ট্র্যাঞ্জিট অথরিটি) শীর্ষ কর্মকর্তাগণের ভোটে এ সিদ্ধান্ত হয়েছে। এবং নতুন বছরের ১ জানুয়ারি থেকেই বর্দ্ধিত এ হারে টিকিট ক্রয় করতে হবে। একইভাবে টানেল ও ব্রীজের টোলও বেড়ে ৭.৪৬ ডলার হয়েছে।

এলআইআরআর এবং মেটৃ নর্থের ভাড়াও বাড়বে ৪.৪% করে। তবে সাপ্তাহিক ওমনি কার্ডের মূল্য এক ডলার কমিয়ে ৩৫ ডলার করে নির্দ্ধারণ করা হয়েছে। বাস-সাবওয়ের ইয়েলো মেট্র কার্ড ডিসেম্বরে বিলুপ্ত হবার পর ওমনি কার্ড হবে যাত্রী সাধারণের একমাত্র অবলম্বন। তবে ডেবিট ও ক্রেডিট কার্ডে স্টেশনে প্রবেশের সুযোগ আরো প্রসারিত হবে। অর্থাৎ আইফোন-ওয়ালেট ব্যবহার করেও যাত্রীরা স্টেশনে ঢুকতে পারবেন কোন ধরনের ঝামেলা ছাড়াই। প্রসঙ্গত: উল্লেখ্য, ১৯০৪ সালে বাস-সাবওয়ের ভাড়া ছিল ৫ সেন্ট করে। ১২০ বছরের ব্যবধানে ২০২৩ সালে তা নির্দ্ধারিত হয় ২.৯০ ডলার এবং আসছে জানুয়ারি থেকে ৩ ডলার হবে। আরো উল্লেখ্য, ৪৭২ রেল স্টেশন এবং ৩০০ বাস রুটে দৈনিক গড়ে ৩৪ লাখ যাত্রী চলাচল করে।

Facebook Comments Box

Posted ৯:০০ পূর্বাহ্ণ | বুধবার, ০১ অক্টোবর ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us