অনলাইন ডেস্ক
প্রিন্ট
বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫
সর্বশেষ আপডেট : ১০:২৬ পূর্বাহ্ণ
প্রথমবারের মতো বিলিয়নিয়ার ক্লাবে যোগ দিয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। ৩৩ বছর ধরে চলচ্চিত্র জগতে কাজ করার পর শাহরুখ খান এখন ভারতের সবচেয়ে ধনী অভিনেতা হয়ে উঠেছেন। শুধু তাই নয়, তার নাম বিশ্বের সর্বাধিক ধনী অভিনেতাদের তালিকাতেও স্থান পেয়েছে।
সম্প্রতি প্রকাশিত ভারতের ধনী ব্যক্তিদের বার্ষিক তালিকা হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট-২০২৫ অনুসারে, ৫৯ বছর বয়সী এই অভিনেতার মোট সম্পদের পরিমাণ ১.৪ বিলিয়ন ডলার বলে অনুমান করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ হাজার ৩২০ কোটি টাকা (ভারতীয় মুদ্রায় ১২ হাজার ৪৯০ কোটি রুপি)।
তালিকায় কিং খানের পরের অবস্থানে আছেন পপ তারকা টেলর সুইফট (১.৩ বিলিয়ন ডলার), অ্যাকশন কিং আর্নল্ড শোয়ার্জনেগার (১.২ বিলিয়ন ডলার), কৌতুকাভিনেতা জেরি সাইনফেল্ড (১.২ বিলিয়ন ডলার) এবং গায়িকা-অভিনেত্রী সেলেনা গোমেজ (৭২০ মিলিয়ন ডলার)।
ভারতের ধনী তারকাদের তালিকাতেও শীর্ষে রয়েছেন শাহরুখ খান। হুরুনের হিসাব অনুযায়ী, তার পরেই অবস্থান করছেন অভিনেত্রী জুহি চাওলা ও তার পরিবার, যাদের সম্পদের পরিমাণ ৭ হাজার ৭৯০ কোটি টাকা। তৃতীয় স্থানে রয়েছেন অভিনেতা হৃত্বিক রোশন (২ হাজার ১৬০ কোটি টাকা), চতুর্থ স্থানে চলচ্চিত্র নির্মাতা কর্ণ জোহর, আর পঞ্চম স্থানে কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন।
শাহরুখ খানের আয় কেবল সিনেমা থেকে আসে না। তার ব্র্যান্ড ভ্যালু, কোটি কোটি টাকার বিজ্ঞাপন, প্রযোজনা সংস্থা রেড চিলিজ প্রোডাকশন, ভিএফএক্স স্টুডিও, আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স এবং দুবাই ও মধ্যপ্রাচ্যের সম্পত্তি-এই সবকিছুই তার মোট সম্পদকে কোটিপতির স্তরে পৌঁছে দিয়েছে।
সূত্র : বিবিসি।
Posted ১০:২৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫
nyvoice24 | New York Voice 24