মামদানির ভোট ব্যাংকে ভাঙন?

নিউইয়র্কে বাংলাদেশী মসজিদে মেয়র প্রার্থী ক্যুমো

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
শনিবার, ০৪ অক্টোবর ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:১০ পূর্বাহ্ণ

নিউইয়র্কে বাংলাদেশী মসজিদে মেয়র প্রার্থী ক্যুমো

জ্যাকসন হাইটসের মসজিদে মেয়র প্রার্থী এ্যান্ড্রু ক্যুমোকে শুভেচ্ছা-ব্যাগ প্রদান করেন মসজিদের ইমাম মুফতি সামাদ । ছবি- এনওয়াইভয়েস২৪ডটকম।

নিউইয়র্ক সিটির আসন্ন মেয়র নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এ্যান্ড্রু ক্যুমোকে স্বাগত জানানো হলো এবার মসজিদেও। শুক্রবার (৩ অক্টোবর) জুমআর নামাজের প্রাক্কালে জ্যাকসন হাইটসের ‘বাংলাদেশ স্ট্রিট’ এলাকায় অবস্থিত দারুল হাদিয়া মসজিদে তাকে বরণ করে নেন ইমাম মুফতি সামাদ। এ সময় তার সঙ্গে ছিলেন ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার ড. দিলীপ নাথ, কমিউনিটি বোর্ড মেম্বার ফাহাদ সোলায়মান এবং বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি এম আজিজ।

জ্যাকসন হাইটসের মসজিদে মেয়র প্রার্থী এ্যান্ড্রু ক্যুমোর সমর্থনে বক্তব্য দিচ্ছেন ফাহাদ সোলায়মান। ছবি-এনওয়াইভয়েস২৪ডটকম।

বক্তব্যে ক্যুমো তার অতীত ভূমিকার উল্লেখ করেন। তিনি বলেন, একজন ক্যাথলিক খ্রিস্টান হলেও ২০১১ সালে গ্রাউন্ড জিরোর সন্নিকটে পার্ক৫১ মসজিদ নির্মাণের পক্ষে অবস্থান নিয়েছিলেন তিনি। সেই সময় হিজাব পড়ার কারণে হামলার শিকার হওয়া এক মুসলিম কর্মীর পাশে দাঁড়িয়ে অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন। ক্যুমো জানান, নিউইয়র্ক তথা আমেরিকা ধর্মীয় সম্প্রীতির এক অনন্য স্থান এবং তিনি মেয়র নির্বাচিত হলে এই ঐতিহ্য আরও সমুন্নত রাখবেন।

জ্যাকসন হাইটসের মসজিদে মেয়র প্রার্থী এ্যান্ড্রু ক্যুমোর সমর্থনে বক্তব্য দিচ্ছেন এম আজিজ। ছবি-এনওয়াইভয়েস২৪ডটকম।

এ সময় এম আজিজ ও ফাহাদ সোলায়মান ক্যুমোর পক্ষে সমর্থন দেওয়ার আহ্বান জানান। ফাহাদ বলেন, বর্তমান প্রার্থী জোহরান মামদানি মুসলমান পরিচয় দাবি করলেও কমিউনিটির পাশে কখনো দাঁড়াননি। জ্যাকসন হাইটসের ব্যবসায়ী ও ক্রেতাদের ভোগান্তি, ট্রাফিক ও পার্কিং সমস্যার সমাধানে ক্যুমো কার্যকর পদক্ষেপ নেবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

জ্যাকসন হাইটসের মসজিদে ইমাম মুফতি সামাদ মেয়র প্রার্থী এ্যান্ড্রু ক্যুমোকে স্বাগত জানান। ছবি-এনওয়াইভয়েস২৪ডটকম।

তবে নির্বাচনী লড়াইয়ে ক্যুমোর পথ মোটেও সহজ নয়। ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী বাছাইয়ে মুসলিম-আমেরিকান প্রার্থী জোহরান মামদানির কাছে হেরে গেছেন তিনি। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রকাশ্য সমর্থন পাওয়ায় নতুন প্রজন্মের ভোটারদের মধ্যে ক্যুমোর প্রতি নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে। গাজা পরিস্থিতি নিয়ে ট্রাম্পের অবস্থানও তরুণ ভোটারদের ক্ষুব্ধ করেছে।

জ্যাকসন হাইটসের মসজিদের মুসল্লীগণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন মেয়র প্রার্থী এ্যান্ড্রু ক্যুমো। ছবি-এনওয়াইভয়েস২৪ডটকম।

এদিকে মামদানির ভোট ব্যাংকেও ফাটল ধরতে শুরু করেছে। বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি ছাড়াও আফ্রিকান-আমেরিকান ও স্প্যানিশ মুসলিম ভোটারদের একটি অংশ তার প্রতি সমর্থন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। একইভাবে জ্যামাইকার হিন্দু সম্প্রদায় সম্প্রতি ক্যুমোর পক্ষে মাঠে নেমেছে। “হিন্দুজ ফর ক্যুমো” স্লোগান ইতিমধ্যেই শোনা যাচ্ছে। ফলে, নভেম্বরের নির্বাচনে মুসলিম ও অভিবাসী ভোটারদের ভোটই হতে পারে জয়-পরাজয়ের মূল নিয়ামক।

Facebook Comments Box

Posted ৯:১০ পূর্বাহ্ণ | শনিবার, ০৪ অক্টোবর ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us