মানবতার কল্যাণ ও সমৃদ্ধি কামনায়

যুক্তরাষ্ট্রে শতাধিক মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত

অজিৎ ভৌমিক   প্রিন্ট
সোমবার, ০৬ অক্টোবর ২০২৫   সর্বশেষ আপডেট : ৮:৫২ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রে শতাধিক মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত

টাইমস স্কোয়ারে ‘বেঙ্গলী ক্লাব, ইউএসএ’র দুর্গোৎসবে মা দুর্গার বন্দনায় নাচ আর সঙ্গীতে প্রবাস প্রজন্মের শিল্পীরা। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

ধর্মীয় ভাব-গাম্ভির্যে নিউইয়র্কসহ আমেরিকায় বাঙালি অধ্যুষিত সিটিসমূহে শতাধিক মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। সবকটি দুর্গোৎসবেই বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি নিউইয়র্কে বিশ্বখ্যাত টাইমস স্কোয়ারের দুর্গোৎসবে ‘বাংলাদেশে হিন্দু নির্যাতন বন্ধু করুন’ স্লোগান উচ্চারিত হয়। বহন করা হয় ইংরেজী ও বাংলায় লেখা পোস্টার-প্লেকার্ড-যা ভিনদেশীদের দৃষ্টি কাড়ে।
৩ দিন, আবার কোন কোনটির কার্যক্রম চলে চার অক্টোবর পর্যন্ত ৫ দিনব্যাপী। সন্ধ্যা আরতীর মাধ্যমে শুরু প্রতিদিনের উৎসবে সনাতনী হিন্দু সম্প্রদায়সহ বিশ্ব মানবতার শান্তি ও সমৃদ্ধি প্রার্থনা করা হয়। যুদ্ধ-সংঘাতের অবসানে মায়ের আশির্বাদ কামনাও করা হয়েছে পূজা-অর্চনা আর নৃত্য-গীতের মধ্যদিয়ে।

টাইমস স্কোয়ারে ‘বেঙ্গলী ক্লাব, ইউএসএ’র দুর্গোৎসবে মা দুর্গার বন্দনায় নাচ আর সঙ্গীতে প্রবাস প্রজন্মের শিল্পীরা। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

দুর্গোৎসবের বিশ্বজনীন আয়োজনটি হয় দ্বিতীয়বারের মত টাইমস স্কোয়ারে। আয়োজক ছিল ‘বেঙ্গলী ক্লাব, ইউএসএ’। এই সংগঠনের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট দীনেশ মজুমদারকে প্রেরিত শুভেচ্ছা বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী মমতা ব্যানার্জি প্রবাসের বাঙালিদের প্রতি অভিনন্দন জানিয়ে বহুজাতিক সমাজে ধর্মীয় সম্প্রীতির বন্ধন সামনের দিনগুলোতে আরো মজবুত হবে বলে প্রত্যাশা করেছেন।

টাইমস স্কোয়ারে ‘বেঙ্গলী ক্লাব, ইউএসএ’র দুর্গোৎসবের আয়োজকরা। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

বিপুলসংখ্যক বাঙালির অংশগ্রহণে বর্ণাঢ্য এ আয়োজনে সর্বাত্মক সহায়তাকারি পিজি গ্রুপের প্রেসিডেন্ট এ্যান্ড সিইও পার্থ গুপ্ত বলেন, মানবতার জয়গানে বহুজাতিক সমাজের মানুষকে উজ্জীবিত করতে টাইমস স্কোয়ারের এই দুর্গোৎসবের গুরুত্ব অপরিসীম। এই উৎসবে প্রবাস প্রজন্মের উচ্ছ্বল উপস্থিতি এবং নাচ-গান-আবৃত্তি-অভিনয়ে অংশগ্রহণের ব্যাপারটি সকলকে অভিভ’ত করেছে। ৩-৪ অক্টোবর গভীর রাত পর্যন্ত চলা পূজা-অর্চনা টাইমস স্কোয়ারের অবয়বে আরেকটি অধ্যায়ের সংযোজন ঘটিয়েছে। দীনেশ মজুমদার এ প্রসঙ্গে বলেন, আমরা গত বছর শুরু করেছি এবং এবছর আরো উৎসবের মেজাজে অনুষ্ঠিত হলো। সামনের বছর এর ব্যপ্তি আরো বাড়বে বলে আশা করছি। ইউনিভার্সিটি-কলেজের শিক্ষার্থীগণের মধ্যে এ আয়োজন ক্রমান্বয়ে জনপ্রিয় হচ্ছে। এবার অনেক প্রবাসী সপরিবারে এসেছিলেন নিউজার্সি, পেনসিলভেনিয়া, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, মিশিগান, কানেকটিকাট, বস্টন থেকে।

শ্রীকৃষ্ণ ভক্তসংঘের দুর্গোৎসবে বহ্নিশিখা সঙ্গীত নিকেতনের অধ্যক্ষ ড. সবিতা দাসের সাথে ধর্মপ্রাণ প্রবাসীরা। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

জানা গেছে, নিউইয়র্ক সিটির কুইন্স, ব্রঙ্কস, ব্রুকলীন, ম্যানহাটানে ৩৬টি মন্ডপে পূজা-অর্চনা হয়েছে। প্রতিটিতেই ছিল প্রসাদ বিতরণের মহা আয়োজন। হাজার হাজার মানুষের মধ্যে তা বিতরণ করা হয়েছে। প্রতিটি উৎসবেই আরতি, সিদুঁর খেলাসহ বিভিন্ন আয়োজনের পাশাপাশি ছিল ঢাকা, কলকাতা, যুক্তরাজ্য, কানাডা আর যুক্তরাষ্ট্রের বিশিষ্ট শিল্পীগণের মনোমুগ্ধকর পরিবেশনা। ছিল মা দুর্গার প্রতি শ্রদ্ধা জানিয়ে পালাগান-নাটকের আয়োজনও।

টাইমস স্কোয়ারে ‘বেঙ্গলী ক্লাব, ইউএসএ’র দুর্গোৎসবে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে পোস্টার। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

দুর্গোৎসবের শেষ দিন সিঁদুর খেলায় মেতেছিল প্রবাসী হিন্দু নারীরা। দেবী দুর্গার বিদায়ের আগে মন্দিরে মন্দিরে চলে সিঁদুর খেলা। সকালে পূজা অর্চনার পর দেয়া হয় পুষ্পাঞ্জলি। এরপরই হিন্দু বিবাহিত নারীরা দেবীর পায়ে লাল টকটকে সিঁদুর নিবেদন করেন। পরে সেই সিঁদুর একে অপরকে লাগিয়ে আগামী দিনের জন্য শুভ কামনা করেন। সেই সঙ্গে স্বামী সনমশানের মঙ্গল কামনা করেন। এই সিঁদুর খেলার মাধ্যমে বিজয়ার ভারাক্রানমশ হৃদয়ে কিছুটা আনন্দের সঞ্চার হয়।

আটলান্টিক সিটিতে দুর্গোৎসবে হিন্দু রমনীদের সিঁদুর খেলা। ছবি-এনওয়াইভয়েস২৪ডটকম।

বাংলাদেশ হিন্দু মন্দির, শ্রীকৃষ্ণ ভক্তসংঘ, বেদান্ত সোসাইটি, বাংলাদেশ সেবাসংঘ, ওঁমশক্তি মন্দির, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সর্বজনীন পূজা উদযাপন পরিষদ, হিন্দু মিলনমেলা, ডাইভার্সিটি প্লাজা, কুইন্স ভিলেজে সনাতন সেবাসংঘ ফাউন্ডেশন-সহ বিভিন্ন সংগঠনের দুর্গোৎসবে মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মাবলম্বীদেরকেও দেখা গেছে। অর্থাৎ সনাতনী হিন্দু সম্প্রদায়ের এ উৎসবে সকল ধর্ম-জাতি-গোষ্ঠির মানুষের সম্মিলন ঘটায় দুর্গোৎসবের আমেজ মহিমান্বিত হয়েছে বলে বিদগ্ধজনেরা মন্তব্য করেছেন।

Facebook Comments Box

Posted ১০:১২ পূর্বাহ্ণ | সোমবার, ০৬ অক্টোবর ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us