২০০৯ সালের পর মজুরি বাড়েনি ফেডারেল কর্মীদের

যুক্তরাষ্ট্রের বেশ কটি স্টেটে নতুন বছরে মজুরি বাড়বে

যুক্তরাষ্ট্র প্রতিনিধি   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫   সর্বশেষ আপডেট : ১০:৩৬ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের বেশ কটি স্টেটে নতুন বছরে মজুরি বাড়বে

প্রতিকী ছবি।

যুক্তরাষ্ট্রের বেশ কটি স্টেটে ন্যূনতম মজুরি বাড়বে সামনের বছরের প্রথম দিন থেকে। ওয়াশিংটন স্টেটে তা হবে প্রতি ঘন্টায় ১৭.১৩ ডলার এবং কানেকটিকাট স্টেটে হবে ১৬.৯৪ ডলার করে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের ৫০ স্টেটের মধ্যে ন্যূনতম মজুরি সবচেয়ে বেশী হবে ওয়াশিংটনে এবং দ্বিতীয় সর্বোচ্চ হবে কানেকটিকাট স্টেট। তৃতীয় স্থানে যাবে ক্যালিফোর্নিয়া স্টেট-১৬.৯০ ডলার। এক্ষেত্রে নিউইয়র্কের অবস্থান হবে চতুর্থ-১৬.৫০ ডলার। প্রসঙ্গত: উল্লেখ্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে কিছুটা সঙ্গতি রেখে স্টেটসমূহ ন্যূনতম মজুরি বৃদ্ধির পথে থাকলেও ২০০৯ সালের পর মজুরি বৃদ্ধির আবেদন/দাবিতে সাড়া দেয়নি মার্কিন কংগ্রেস অথবা হোয়াইট হাউজ। অর্থাৎ সর্বশেষ ২০০৯ সালে ফেডারেল কর্মীদের ন্যূনতম মজুরি ঘন্টা হয় ৭.২৫ ডলার এবং এখনো তা বহাল রয়েছে। যদিও সারাবিশ্বের শ্রমিক-অধিকার, মানবাধিকার নিয়ে হরদম খবরদারি করছে কংগ্রেস এবং হোয়াইট হাউজ।

স্টেট পার্লামেন্টসমূহে পাশ হওয়া বিল অনুযায়ী ১ জানুয়ারি থেকে মজুরি বেড়ে হবে আরিজোনা স্টেটে ১৪.৭০ ডলার থেকে ১৫.১৫ ডলার, ক্যালিফোর্নিয়ায় ১৬.৫০ ডলার থেকে ১৬.৯০ ডলার, কলরাডোয় ১৪.৮১ ডলার থেকে ১৫.১৬ ডলার, কানেকটিকাটে ১৬.৩৫ ডলার থেকে ১৬.৯৪ ডলার, হাওয়াইতে ১৪ ডলান থেকে ১৬ ডলার, মেইনে ১৪.৬৫ ডলার থেকে ১৫.১০ ডলার, মিশিগানে ১২.৪৮ ডলার থেকে ১৩.৭৩ ডলার, মিনেসোটায় ১১.১৩ ডলার থেকে ১১.৪১ ডলার, মিজৌরিতে ১৩.৭৫ ডলার থেকে ১৫ ডলার, মন্টানায় ১০.৫৫ ডলার থেকে ১০.৮৫ ডলার, নিউজার্সিতে ১৪.৫৩ ডলার থেকে ১৫.২৩ ডলার, নিউইয়র্কে ১৫.৫০ ডলার থেকে ১৬.৫০ ডলার, ওহাইয়োতে ১০.৭০ ডলার থেকে ১১ ডলার, রোড আইল্যান্ডে ১৫ ডলার থেকে ১৬ ডলার, ভারমন্টে ১৪.০১ ডলার থেকে ১৪.৪২ ডলার, ভার্জিনিয়ায় ১২.৪১ ডলার থেকে ১২.৭৭ ডলার এবং ওয়াশিংটন স্টেটে ১৬.৬৬ ডলার থেকে ১৭.১৩ ডলার হবে। উল্লেখ্য, আলাবামা, লুইঝিয়ানা, মিসিসিপি, সাউথ ক্যারলিনা এবং টেনেসি স্টেটে নিজস্ব মজুরি নির্দ্ধারিত না হওয়ায় ফেডারেল রেটকেই মেনে চলা হয় অর্থাৎ এসব স্টেটের শ্রমিক-কর্মচারিরা ন্যূনতম মজুরি পাচ্ছেন প্রতিঘন্টায় ৭.২৫ ডলার করে। চলতি বছরের শুরুতে ফেডারেল মজুরি ৭.২৫ ডলার থেকে ১৫ ডলারে বৃদ্ধির একটি বিল ইউএস সিনেটে উত্থাপন করেছেরন মিজৌরির সিনেটর যোশ হোলি এবং ভারমন্টের সিনেটর পিটার ওয়েলচ। কিন্তু সেই বিল এখোন পর্যন্ত ভোটে আসেনি।

ছবির ক্যাপশন-মিনিমাম ওয়েজ

Facebook Comments Box

Posted ১০:৩৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us