কুমিল্লা বিভাগ দাবিতে নিউইয়র্কে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:৪৩ পূর্বাহ্ণ

কুমিল্লা বিভাগ দাবিতে নিউইয়র্কে মানববন্ধন

কুমিল্লাকে অবিলম্বে বিভাগ ঘোষণার দাবিতে নিউইয়র্কে মানববন্ধনে নেতৃবৃন্দ। ছবি-এনওয়াইভয়েস২৪ডটকম।

ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর এবং কুমিল্লা জেলা নিয়ে অবিলম্বে কুমিল্লা নামে বিভাগের দাবিতে মানববন্ধন করেছে নিউইয়র্কে বসবাসরত কুমিল্লাবাসি।

৯ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটস ডাইভার্সিটি প্লাজায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন কুমিল্লা বিভাগ বাস্তবায়ন কমিটির যুক্তরাষ্ট্রের আহবায়ক সারোয়ার খান বাবু, সদস্য সচিব এস এম সোলায়মান, যুক্তরাষ্ট্রের মূলধারার নেতা জয়নাল আবেদীন, নিউইয়র্ক বাংলাদেশ ক্লাব সেক্রেটারি মমিনুল ইসলাম মজুমদার, ইতালি প্রেসক্লাব সভাপতি মাকসুদ সরকার, নিউইয়র্কে শাপলা সোসাইটির সেক্রেটারি রুহুল আমিন, জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির সাবেক সেক্রেটারি জে মোল্লা সানী, নারী নেত্রী রীমি ভূইয়া, কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সেক্রেটারি শাখাওয়াত হোসেন সেলিমসহ নিউইয়র্কে প্রবাসী কুমিল্লার নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, কুমিল্লা বিভাগ বাস্তবায়নের জন্য নতুন কোন অবকাঠামো লাগবেনা। একটি বিভাগ বাস্তবায়নের জন্য যতগুলো ভিত্তি থাকা দরকার কুমিল্লায় তার চেয়ে অনেক বেশি রয়েছে। যা অনেক বিভাগীয় শহরেও নেই। বক্তারা আরো বলেন, দেশের লাইফ লাইন হিসেবে পরিচিত ঢাকা- চট্রগ্রাম মহাসড়কের বেশির ভাগ অংশই কুমিল্লায়। রয়েছে কুমিল্লা- সিলেট, কুমিল্লা-নোয়াখালী, কুমিল্লা – চাদপুর মহাসড়ক। দেশের লাকসাম ও আখাউড়া বৃহত্তম রেলওয়ে জংশন, বিবিরবাজার ও আখাউড়া স্থলবন্দর, ভারত বাংলাদেশ আন্তর্জাতিক নদী সংযোগ, বৃহত্তম কেন্দ্রীয় কারাগার, বৃহত্তর সেনা নিবাস, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বার্ড, কুমিল্লা ইপিজেড, কুমিল্লা বিমানবন্দর- যার রাডার এখনো আন্তর্জাতিক আকাশ পথে ব্যবহার হচ্ছে, আন্তর্জাতিক স্টেডিয়াম, দেশের প্রথম ব্যাংকের শহর কুমিল্লা। বক্তারা অভিযোগ করেন যে, প্রাচীন ত্রিপুড়ার রাজধানী এই কুমিল্লাকে বাদ দিয়ে দেশে অনেক কম অর্থনৈতিক উন্নত অঞ্চলকে বিভাগকে করা হয়েছে। রাজনৈতিক রোষানলে আটকে আছে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন।

বক্তারা বর্তমান সরকারের কাছে আহবান জানিয়ে বলেন, বঞ্চিত কুমিল্লাকে বিভাগ ঘোষণা করুন। মনে রাখবেন কুমিল্লা এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ। প্রসঙ্গত: উল্লেখ্য, এর আগেরদিন একইস্থানে প্রবাসের নোয়াখালীবাসী মানববন্ধন করেছেন নোয়াখালীকে জেলা ঘোষণার দাবিতে।

Facebook Comments Box

Posted ৯:৪৩ পূর্বাহ্ণ | শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us