অনলাইন ডেস্ক
প্রিন্ট
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
সর্বশেষ আপডেট : ৯:৫৫ পূর্বাহ্ণ
মারিয়া কোরিনা মাচাদো
চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো।
শুক্রবার শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মারিয়া কোরিনা মাচাদোর নাম ঘোষণা করে নরওয়েভিত্তিক নোবেল কমিটি।
নোবেল কমিটি জানিয়েছে, ভেনেজুয়েলার সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ে উদ্বুদ্ধ করা এবং দেশটিকে শান্তিপূর্ণ উপায়ে একনায়কতন্ত্র থেকে গণতান্ত্রিক পথে নেওয়ার আন্দোলনের জন্য তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে।
চলতি বছর নোবেল পুরস্কারের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর নামও আলোচনায় ছিল। তিনি নিজেও পুরস্কারটি পাওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে শেষ পর্যন্ত শান্তিতে নোবেল পেয়েছেন মারিয়া কোরিনা মাচাদো।
চলতি বছর নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়া হয় ৩৩৮ জনকে। যারমধ্যে ২৪৪ জন হলেন ব্যক্তি। আর বাকি ৯৪টি মনোনয়ন দেওয়া হয়েছে প্রতিষ্ঠান বা সংগঠনকে।
Posted ৯:৫৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
nyvoice24 | New York Voice 24