সোসাইটির সাবেক কর্মকর্তাদের আউটডোর মিলনমেলা হবে

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:৩৮ পূর্বাহ্ণ

সোসাইটির সাবেক কর্মকর্তাদের আউটডোর মিলনমেলা হবে

সভায় বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তারা। ছবি-এনওয়াইভয়েস২৪ডটকম।

নিউইয়র্কস্থ বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের এক বিশেষ সভা ৬ অক্টোবর সোমবার জ্যামাইকার একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সাবেক কর্মকর্তাদের মিলনমেলা-২০২৫ এর আহবায়ক ডাঃ ওয়াদুদ ভূঁইয়া। পরিচালনা করেন যৌথভাবে বাবুল চৌধুরী ও মোহাম্মদ জামান তপন।

সভায় গত ২৪ আগস্ট লাগোয়ার্ডিয়া ম্যারিয়ট হোটেলের বলরুমে অনুষ্ঠিত মিলনমেলায় আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করা হয়। কোষাধ্যক্ষ একেএম নুরল হক চূড়ান্ত হিসাব দেন। মিলনমেলা ২২০ জনের জন্য আয়োজন করা হয়েছিল। রেজিস্ট্রেশন ও বিজ্ঞাপন বাবদ আয় হয়েছে ৪৮৮০০ ডলার। সবমিলিয়ে মোট ব্যয় হয় ৩৬২৪০ ডলার। সঞ্চয় হয়েছে ১২৫৬০ ডলার, যা ফান্ডে(ব্যাংক একাউন্ট) জমা আছে। চূড়ান্ত হিসাবে উপস্থিত সকল কর্মকর্তা সন্তুষ্টি প্রকাশ করেন। এছাড়া অনুষ্ঠানে সফলতা ও কিছু ত্রুটি বিচ্যুতি ও আগামীদিনে করনীয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তারা। ছবি-এনওয়াইভয়েস২৪ডটকম।

সভায় উপস্থিত কর্মকর্তারা অনুষ্ঠানটি সফল হয়েছে বলে মনে করেন। সেজন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। সেই সাথে যেসব ভুলত্রুটি হয়েছে সেগুলোর যেন পুনরাবৃত্তি না ঘটে তার জন্য অনুরোধ জানানো হয়। সভায় সর্বসম্মতিক্রমে আগামী বছর আউটডোর মিলন মেলা-২০২৬ আয়োজনের সিদ্ধান্ত গৃহিত হয়। এব্যাপারে পরবর্তী সভায় প্রস্তুতি কমিটি গঠন করা হবে। সভায় সদ্য সমাপ্ত মিলনমেলায় যারা রেজিস্ট্রেশন করেছিলেন ও যারা বিজ্ঞান ও ডোনেশন দিয়েছেন- তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে।

আলোচনায় অন্যান্যের মধ্যে অংশ নেন সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম, সহ-সভাপতি মনিরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন ছিদ্দিকি, সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন সোহাগ, সাবেক সহ সাধারন সম্পাদক ওসমান চৌধুরী, সাবেক সাংস্কৃতিক সম্পাদক মোশাররফ হোসেন, সাবেক সাংস্কৃতিক সম্পাদক ডাঃ শাহনাজ আলম লিপি, সবেক নাট্য সম্পাদক শেখ সিরাজ, সাবেক কার্যকরী কমিটির সদস্য সাইফুল্লাহ ভূঁইয়া, জে মোল্লা সানি, সরোয়ার খান বাবু প্রমুখ।

Facebook Comments Box

Posted ৯:৩৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us