অনলাইন ডেস্ক
প্রিন্ট
শনিবার, ১১ অক্টোবর ২০২৫
সর্বশেষ আপডেট : ৯:৩৪ পূর্বাহ্ণ
চীন কর্তৃক বিরল খনিজ (Rare Earth Minerals) রপ্তানিতে নিয়ন্ত্রণ সম্প্রসারণের কয়েক ঘণ্টা পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের পণ্য আমদানির ওপর অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এই নতুন শুল্ক আগামী ১ নভেম্বর, ২০২৫ থেকে কার্যকর হবে।
শুক্রবার বিকেলে প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ এই ঘোষণা দেন। তিনি জানান, চীন বর্তমানে যে শুল্ক প্রদান করছে, এই ১০০ শতাংশ শুল্ক তার ওপর অতিরিক্ত হিসেবে কার্যকর হবে।
বিরল খনিজ নিয়ে তীব্র ক্ষোভ:
ট্রাম্পের এই কঠোর পদক্ষেপের মূল কারণ হলো চীন কর্তৃক বিরল খনিজ রপ্তানিতে নিয়ন্ত্রণ বাড়ানো। স্মার্টফোন থেকে শুরু করে সেমিকন্ডাক্টর এবং উন্নত প্রযুক্তির জন্য এই খনিজগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীন বিশ্বের প্রক্রিয়াজাত বিরল খনিজ ও চুম্বকের ৯০ শতাংশেরও বেশি সরবরাহ করে।
ট্রাম্প অভিযোগ করেন, চীন আন্তর্জাতিক বাণিজ্যে “অসাধারণ আগ্রাসী” অবস্থান নিয়েছে এবং অন্যান্য দেশকে “অত্যন্ত বৈরী” চিঠি পাঠিয়ে কার্যত তাদের উৎপাদিত প্রতিটি পণ্যের ওপর বড় আকারের রপ্তানি নিয়ন্ত্রণ আরোপের পরিকল্পনা করছে। ট্রাম্প এটিকে “আন্তর্জাতিক বাণিজ্যে নজিরবিহীন” এবং “অন্যান্য জাতির সঙ্গে লেনদেনের ক্ষেত্রে নৈতিকভাবে লজ্জাজনক” বলে অভিহিত করেন।
গুরুত্বপূর্ণ সফটওয়্যারে নিয়ন্ত্রণ:
অতিরিক্ত শুল্ক আরোপের পাশাপাশি ট্রাম্প ঘোষণা করেছেন, আগামী ১ নভেম্বর থেকে যুক্তরাষ্ট্র “সকল গুরুত্বপূর্ণ সফটওয়্যারের” ওপর রপ্তানি নিয়ন্ত্রণ (Export Controls) আরোপ করবে। এটি মূলত চীনের প্রযুক্তি খাতকে লক্ষ্য করে নেওয়া পদক্ষেপ বলে ধারণা করা হচ্ছে।
বৈঠক বাতিলের ইঙ্গিত ও বাজারের অস্থিরতা:
শুল্ক ঘোষণার কয়েক ঘণ্টা আগে ট্রাম্প অন্য এক পোস্টে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তাঁর আসন্ন বৈঠক বাতিলের ইঙ্গিত দেন। ট্রাম্প বলেন, বিরল খনিজ রপ্তানিতে চীনের “অত্যন্ত বৈরী” পদক্ষেপের পরে প্রেসিডেন্ট শি-এর সঙ্গে সাক্ষাতের আর “কোনো কারণ নেই”।
ট্রাম্পের এই ঘোষণার ফলে বিশ্বব্যাপী শেয়ারবাজারে তীব্র অস্থিরতা দেখা দেয়। শুক্রবার এস&পি ৫০০ সূচক ২ শতাংশেরও বেশি কমে যায়, যা গত এপ্রিলের পর সবচেয়ে বড় একদিনের পতন। আর্থিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এই পদক্ষেপ বিশ্বের বৃহত্তম অর্থনীতির মধ্যে নতুন করে বাণিজ্যযুদ্ধের সৃষ্টি করবে, যা বৈশ্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
Posted ৯:৩৪ পূর্বাহ্ণ | শনিবার, ১১ অক্টোবর ২০২৫
nyvoice24 | New York Voice 24