প্রবীনদের চিকিৎসা ও খাদ্য সহায়তার অভিপ্রায়ে

নিউইয়র্কে অ্যলকাউন্টি হোমকেয়ারের সপ্তম শাখা

আনিসুর রহমান   প্রিন্ট
রবিবার, ১২ অক্টোবর ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:৫০ পূর্বাহ্ণ

নিউইয়র্কে অ্যলকাউন্টি হোমকেয়ারের সপ্তম শাখা

অ্যলকাউন্টি হোমকেয়ারের সপ্তম শাখার উদ্বোধনী সমাবেশের অতিথিগণকে পাশে নিয়ে কথা বলেন আব্দুল কাদের শিশির। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

সময় মত চিকিৎসা-সেবা প্রদানের অভিপ্রায়ে ১০ অক্টোবর শুক্রবার প্রবীনদের দোর-গোড়ায় অর্থাৎ নিউইয়র্ক সিটির জ্যামাইকায় (১৮০-২০ হিলসাইড এভিনিউ) চালু হলো ‘অ্যলকাউন্টি হোমকেয়ার’র সপ্তম শাখা। বিপুলসংখ্যক প্রবীনের পাশাপাশি কম্যুনিটির বিভিন্ন স্তরের বিশিষ্টজনদের উপস্থিতিতে অনাড়ম্বর এক উদ্বোধনী সমাবেশে সংস্থাটির চেয়ারম্যান আব্দুল কাদের শিশির বলেন, প্রবীনরা অসুস্থ হয়ে পড়লে স্বল্পতম সময়ে চিকিৎসা কিংবা ক্ষুধার সময়েই পুষ্টিকর খাদ্য পরিবেশনের জন্যে নিউইয়র্ক সিটির ঘনবসতি এলাকায় আমরা ইতিমধ্যেই ৬টি শাখা চালু করেছি। এটি হচ্ছে সপ্তম শাখা। প্রয়োজনের পরিপূরক আরো শাখা স্ট্যাটেন আইল্যান্ড এবং ম্যানহাটানেও চালু করবো। ‘ন্যাশনাল হেল্্থকেয়ার চ্যাম্পিয়ন’ এওয়ার্ডপ্রাপ্ত আব্দুল কাদের শিশির আরো বলেন, স্বাস্থ্য এবং রিযিকের মালিক হলেন সৃষ্টিকর্তা। আমরা হলাম উপলক্ষ। সেই দায়িত্বটি সততা ও নিষ্ঠার সাথে পালন করে মানবিকতার ক্ষেত্রে ‘অ্যলকাউন্টি হোমকেয়ার’র নাম স্মরণীয় করে রাখতে চাই। আর এজন্যে সকলের আন্তরিক সহযোগিতা ও পরামর্শ কামনা করছি।

অ্যলকাউন্টি হোমকেয়ারের সপ্তম শাখার উদ্বোধনের পর প্রবীনদের মধ্যে খাদ্য-সামগ্রি বিতরণ করা হয়। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

উল্লেখ্য, এই হোমকেয়ার সেন্টারে আগত প্রবীনরা দিনভর গল্প-আড্ডা, খেলাধুলার সুযোগও পাবেন। অর্থাৎ নিজস্ব সংস্কৃতির আমেজে প্রবীনরা দিন কাটাতে পারবেন। এমন একটি ব্যবস্থার দাবি ছিল অনেক দিনের। গত ২/৩ বছর আগে নিউইয়র্ক স্টেট প্রশাসনের পক্ষ থেকে সকল কম্যুনিটির অসহায় প্রবীনদের চিকিৎসা ও খাদ্যের ব্যবস্থা করা হয়েছে। এই সেন্টারে আসা-যাওয়ার জন্যে রয়েছে বিনা ভাড়ার গাড়িও। সকাল-সন্ধ্যা থাকেন নার্স। যখোনই প্রয়োজন তখোনই চিকিৎসার উদ্যোগ নেয়া হয়। রোগী সেবা দপ্তরের পরিচালক তাজকিন খাতুনের সঞ্চালনায় উদ্বোধনী সমাবেশে আরো বক্তব্য দেন রিপাবলিকান পার্টি থেকে সিটি কাউন্সিলের প্রার্থী শাহ শহিদুল হক সাঈদ। তিনি বলেন, এই সেন্টারে পরিবেশিত সকল খাবার শরিয়া অনুযায়ী তৈরী হচ্ছে জেনে স্বস্তিবোধ করছি। শুরুতে বিশিষ্টজনদের পাশে নিয়ে ফিতা কেটে নয়া শাখার উদ্বোধন করেন আব্দুল কাদের শিশির। এরপর দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

Posted ৯:৫০ পূর্বাহ্ণ | রবিবার, ১২ অক্টোবর ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us