বৈচিত্র্যময় বনভোজনে ‘নর্থ আমেরিকা-৮৩’র বন্ধুরা

আনিসুর রহমান   প্রিন্ট
রবিবার, ১২ অক্টোবর ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:৪৯ পূর্বাহ্ণ

বৈচিত্র্যময় বনভোজনে ‘নর্থ আমেরিকা-৮৩’র বন্ধুরা

রান্না করার পর গ্রহণ করছেন সকলে । ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

নিউইয়র্ক অঞ্চলে বসবাসরত ‘এসএসসি-৮৩’র সদস্যরা ১১ অক্টোবর শনিবার সপরিবারে ব্যতিক্রমী এক বনভোজনে মিলিত হয়েছেন। নিউইয়র্ক সিটির সন্নিকটে লং আইল্যান্ডে হ্যামষ্টেট পার্কে সপরিবারে জড়ো হয়ে নিজেরাই নানা পদের রান্না করেন। সালাদ, চা, মিস্টি, দই, পায়েস, ফিরনি কোনটিই বাদ যায়নি। রোস্ট-পোলাও-ভাতের সাথে ডাল, ভাজি ছাড়াও ছিল গরু-খাসীর তরকারি। সে এক অদ্ভ’ত আয়োজন-যা সকলে অত্যন্ত আনন্দের সাথে গ্রহণ করেছেন। উল্লেখ্য, ১৯৮৩ সালে বাংলাদেশে যারা এসএসসি পাশ করেছেন এবং পরবর্তীতে জীবিকার তাগিদে উত্তর আমেরিকা তথা কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রে বসতি গড়েছেন তারা সোস্যাল মিডিয়ার মাধ্যমে ‘নর্থ আমেরিকা-৮৩’র ব্যানারে সংগঠিত হয়েছেন কয়েকবছর আগে। প্রিয় মাতৃভ’মি এবং প্রবাসেও সামাজিক-বিনোদন কর্মকান্ডে জড়িয়ে রয়েছেন সকলে। ‘নর্থ আমেরিকা-৮৩’র একটি বড় অংশের বাস হচ্ছে নিউইয়র্কে। দূরদূরান্ত থেকে নানাবিধ কারণে অনেকেরই ঘনঘন মিলিত হবার সুযোগ-সামর্থ্য হয় না বিধায় নিউইয়র্কের সদস্যরা নতুন একটি প্ল্যাটফর্মের অভিপ্রায়ে মূলত: এই বৈচিত্রমন্ডিত বনভোজনের আয়োজন করেছিলেন। তার সুফলও এসেছে বলে আয়োজকরা জানান। এসময় আলোচনায় অংশগ্রহণকারিগণের মধ্যে ছিলেন ইঞ্জিনিয়ার বাদল, স্বপন, মঞ্জু, বাপ্পু, কৌশিক, শাহীন। সপরিবারে অংশগ্রহণকারিগণের মধ্যে আরো ছিলেন জহির, আতিক, টুটুল, কামাল, মুসা,.জিন্নাহ, জামাল, এ্যানি, আলমগীর ,আজিজ, লাভলু, মিরাজ, নাঈম, রনি, গিয়াস, সুমন, হিমু, কামরুল, ডলার, নাজনীন এবং সাংবাদিক আনিসুর রহমান।

বনভোজনে অংশগ্রহণকারিরা। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

গতানুগতিক খেলা-ধূলার পাশাপাশি পারিবারিক আমেজে দিন-ভর আনন্দ-আড্ডায় খাবার-দাবারের পাশাপাশি পারস্পরিক সহযোগিতায় কল্যাণমূলক কাজে নিবেদিত থাকার সংকল্প ব্যক্ত করা হয়। দলমতের উর্দ্ধে থেকে নয়া এই প্ল্যাটফর্মকে মানবিকতার অনন্য এক উদাহরণ হিসেবে পরিণত করার প্রত্যাশাও ব্যক্ত করেছেন সকলে।

Facebook Comments Box

Posted ৯:৪৯ পূর্বাহ্ণ | রবিবার, ১২ অক্টোবর ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us