ফিফার নিউইয়র্ক অফিসে বিএনপি নেতা এম. এ. বাতিন

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:০৩ পূর্বাহ্ণ

ফিফার নিউইয়র্ক অফিসে বিএনপি নেতা এম. এ. বাতিন

ফিফার প্রধান কার্যালয়ে জান্নি ইনফান্তিনোর সাথে এম এ বাতিন। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

প্রবাসী রাজনীতিক ও সমাজসেবক, কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং সিলেট জেলা বিএনপির উপদেষ্টা এম. এ. বাতিন ফিফার নিউইয়র্কস্থ প্রধান কার্যালয় পরিদর্শন করেছেন। ১০ অক্টোবর শুক্রবার তিনি ফিফার কার্যালয়ের কয়েকটি কক্ষ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি আগামী বছর চ্যাম্পিয়ন দলের জন্য সংরক্ষিত স্বর্ণের গোল্ডকাপটি ঘুরে দেখেন।

পরবর্তীতে তিনি ফিফার প্রেসিডেন্ট জান্নি ইনফান্তিনোর সঙ্গে সাক্ষাৎ করেন এবং বাংলাদেশের খেলাধুলার সার্বিক অবস্থা সম্পর্কে অবহিত করেন। পাশাপাশি তিনি ফিফা প্রেসিডেন্টকে বাংলাদেশে সফরের জন্য আমন্ত্রণ জানান। এ সময় জান্নি ইনফান্তিনো বলেন,“সময় ও সুযোগ পেলে আমি অবশ্যই বাংলাদেশে ঘুরতে যেতে চাই।”

প্রসঙ্গত: উল্লেখ্য, গত ২০ জানুয়ারি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানেও বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে সেখানে ছিলেন। যুক্তরাষ্ট্র বিএনপির রাজনীতিতে সক্রিয় নেতা-কর্মী-সংগঠকগণের অন্যতম এম এ বাতিন মূলধারার সাথে সম্পর্ক অটুট রেখে প্রিয় মাতৃভ’মি বাংলাদেশের কল্যাণে অবদান রাখতে চান।

Facebook Comments Box

Posted ৭:৩৯ পূর্বাহ্ণ | সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us