গণতন্ত্রের কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক   প্রিন্ট
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫   সর্বশেষ আপডেট : ১০:১৪ পূর্বাহ্ণ

গণতন্ত্রের কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে: মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সামনে কঠিন পরীক্ষা, আর সেই “গণতন্ত্রের কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে”। তিনি জোর দিয়ে বলেন যে, গণতন্ত্রই একমাত্র পথ যা সমস্ত মানুষের ইচ্ছার বিকাশ ঘটাতে পারে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপির কার্যালয়ে সদর ও রুহিয়া থানা মহিলা দলের নির্বাহী কমিটির বর্ধিত সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

নির্বাচন ও ফ্যাসিস্ট-বিরোধী আন্দোলন

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হবে সেই নির্বাচনের মাধ্যমে। তিনি নতুন করে গণতন্ত্র ফিরে পাওয়ার সুযোগটি যেন ভুলবশত না হারানো হয়, সে বিষয়ে সতর্ক করেন।

ফ্যাসিস্ট-বিরোধিতা: মির্জা ফখরুল ইসলাম বলেন, “ফ্যাসিস্টদের আর দেখতে চায় না মানুষ।” তিনি দাবি করেন, বিএনপি সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে, যেখানে বেগম জিয়া ছয় বছর কারাভোগ করেছেন এবং তারেক রহমান মিথ্যা মামলায় নির্বাসিত জীবনযাপন করছেন।

জনগণের প্রত্যাশা: তিনি বলেন, দেশের মানুষ নির্বাচন চায় এবং তাদের প্রতিনিধি নির্বাচিত করে গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে চায়।

আন্দোলনের দাবি: রাজপথে আন্দোলন করা দাবিগুলো নির্বাচিত পার্লামেন্টে সমাধান করতে হবে বলে তিনি উল্লেখ করেন।

সাংবিধানিক সংস্কার ও গণভোট

বিএনপি মহাসচিব দলের সংস্কারের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, জিয়াউর রহমানের হাত ধরেই সংস্কার শুরু হয়েছে, যা চলমান। তিনি সাংবিধানিক পরিবর্তন এবং গণভোট প্রসঙ্গে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন:

রাজনৈতিক সনদ: সাংবিধানিক পরিবর্তনের জন্য গঠিত সংস্কার কমিশন যে বিষয়গুলোতে একমত হয়েছে, তা নিয়ে আগামী ১৭ তারিখ রাজনৈতিক দলগুলো সনদে স্বাক্ষর করবে।

ম্যান্ডেট নিষ্পত্তি: যেসব বিষয়ে একমত হয়নি, সেগুলোর নিষ্পত্তি করতে রাজনৈতিক দলগুলোকে নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে গিয়ে তাদের ম্যান্ডেট নিতে হবে।

গণভোটের সময়: গণতন্ত্রের বিকল্প শুধুই গণতন্ত্র উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, গণভোটের বিষয়ে বিএনপি মতামত দিয়েছে যে, জাতীয় নির্বাচনের দিনই গণভোট হতে পারে।

গণমাধ্যমের প্রতি আহ্বান

বিএনপির মহাসচিব গণমাধ্যমের প্রতি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, চটকদার বা বেশি বিক্রি হবে এমন সংবাদ না করে দেশের কল্যাণে কাজ করতে হবে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকেও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান।

মির্জা ফখরুল এই সভায় ঠাকুরগাঁওয়ের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, তিনি কখনও এই এলাকার মানুষকে ছেড়ে যাননি।

Facebook Comments Box

Posted ১০:১৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us