নিউইয়র্কে চট্টগ্রাম সমিতির বিশাল মেজবান

ব্রুকলীন প্রতিনিধি   প্রিন্ট
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫   সর্বশেষ আপডেট : ১০:১৫ পূর্বাহ্ণ

নিউইয়র্কে চট্টগ্রাম সমিতির বিশাল মেজবান

মিলাদ-মাহফিলে বক্তব্য দিচ্ছেন চট্টগ্রাম সমিতির সভাপতি এম এ তাহের। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) উপলক্ষে ১২ অক্টোবর রোববার নিউইয়র্ক সিটির ব্রুকলীনে পাবলিক স্কুল-১৭৯ এর মিলনায়তনে উত্তর আমেরিকাস্থ চট্টগ্রাম সমিতির উদ্যোগে বিশাল এক দোয়া মাহফিল এবং চট্টগ্রামের ঐতিহ্যবাহী ‘মেজবান’ অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রে বসবাসরত বীর চট্টলার পাশাপাশি বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিত্বকারি প্রবাসীরা সপরিবারে অংশ নেন এই মাহফিলে। মাহফিলে প্রধান অতিথি ছিলেন মুফতি মোহাম্মদ আনসারুল করিম আল আজহারী।

মিলাদ-মাহফিলে বক্তব্য দিচ্ছেন এম এ কাদের মিয়া। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

মাহফিলে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সমিতির সভাপতি মো. আবু তাহের। সংগঠনের সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের সঞ্চালনায় মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এ্যাট লার্জ মঈন চৌধুরী, দেশ ও প্রবাসে আর্ত-মানবতার সেবায় নিয়োজিত ‘আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা ও সভাপতি এম এ কাদের মিয়া, চট্টগ্রাম সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি এম এ রহিম, প্রতিষ্ঠাতা-কোষাধ্যক্ষ শামসুল আলম চৌধুরী, সাবেক সভাপাতি মোহাম্মদ হানিফ, কাজী আজম, সাবেক সেক্রেটারি মোর্শেদ রিজভী, নির্বাচন কমিশনার আবু তালেব চৌধুরী চান্দু প্রমুখ। সকল বক্তাই বীর চট্টলার প্রবাসীগণকে অভিনন্দন জানিয়ে বলেন, এই মাহফিলের মধ্যদিয়ে তারা ঐক্যের সুমহান এক ঐতিহ্যকে এগিয়ে নেয়ার পথ সুগম করলেন।

এই মাহফিলের জন্যে গঠিত সাব কমিটির আহবায়ক মো. টি আলম, যুগ্ম আহবায়ক মো. কলিমউল্লাহ, সদস্য সচিব শফিকুল আলম, যুগ্ম সদস্য-সচিব মোহাম্মদ ঈশা, প্রধান সমন্বয়কারি আরিফ চৌধুরী এবং সমন্বয়কারি তানিম মহসিন ছিলেন অতিথি আপ্যায়নে।

মিলাদ-মাহফিলে সুধীর একাংশ। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্বেও স্কুলের মিলনায়তন কানায় কানায় পূর্ণ হয়েছিল। উল্লেখ্য, ১৯৮৯ সালে চট্টগ্রাম সমিতি প্রতিষ্ঠিত হয় ‘ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপনের মধ্যদিয়ে। সেই থেকে (করোনায় লকডাউনকালিন বাদে) প্রতি বছরই ধর্মীয় আমেজে এই মাহফিল হয়ে আসছে। এবারের আয়োজনেও সপরিবারে বিপুলসংখ্যক প্রবাসীর সমাগম ঘটায় সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন সমিতির সভাপতি মো. আবু তাহের এবং সেক্রেটারি আরিফুল ইসলাম। তারা আশা করেছেন যে, সমিতির কল্যাণমূলক সকল কাজে সহযোগিতার এ দিগন্ত অব্যাহত থাকলে বীর চট্টলার উন্নয়ন ও কল্যাণে যাবতীয় কর্মসূচিকে সাফল্যজনকভাবে সম্পাদন করা সহজ হবে।

Facebook Comments Box

Posted ১০:১৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us