নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
সর্বশেষ আপডেট : ১০:২০ পূর্বাহ্ণ
ফিফার বিশ্বকাপের চ্যাম্পিয়ন ট্রফি হাতে নিয়ে সামনের বছর যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের প্রস্তুতি সম্পর্কে কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প। ছবি-সংগ্রহ।
সামনের বছরের গ্রীস্মে অনুষ্ঠেয় ফিফা-বিশ্বকাপের প্রতিযোগিতাকে নিরাপদ করার অভিপ্রায়ে ৫০০ মিলিয়ন ডলার (৬০ হাজার কোটি টাকা) ব্যয়ে যে কোন ধরনের ড্রোন হামলা প্রতিহত করার একটি মহাপরিকল্পনার ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। উল্লেখ্য, সামনের বছর যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকী, সেদিকে খেয়াল রেখেই বিশ্বকাপসহ সকল আয়োজনের নিরাপত্তা নিশ্চিতের প্রক্রিয়া চলছে। এই ৫০০ মিলিয়ন ডলার শুধুমাত্র যুক্তরাষ্ট্রের আকাশপথকেই নিরাপদ করার জন্যে নয়, একইসাথে সমসাময়িক বিশ্বের চেয়ে প্রযুক্তিগতভাবে এগিয়ে রয়েছে সে বিষয়টিও দৃশ্যমান করতে চায় হোয়াইট হাউজ। উল্লেখ্য, সামনের বছরের বিশ্বকাপের ডামাডোল চলার মধ্যেই ২০২৮ সালে লসএঞ্জেলেস সিটিতে অনুষ্ঠেয় অলিম্পিকের প্রস্তুতিও শুরু হবে। হোয়াইট হাউজে ‘ফিফা বিশ্বকাপ-২০২৬’ টাস্কফোর্স’র পরিচালক এ্যান্ড্রু জুলিয়ানি গণমাধ্যমকে আরো জানিয়েছেন, বিশ্বকাপের আসর বসবে একইসাথে মেক্সিকো, কানাডা এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেডিয়ামে। খেলা হবে যুক্তরাষ্ট্রের ১০৪টি স্টেডিয়ামে। এজন্যে ফেডারেল পুলিশের পাশাপাশি সংশ্লিষ্ট স্টেট ও সিটির পুলিশকেও ক্ষমতা দেয়া হচ্ছে যে কোন ধরনের হামলা প্রতিহত করার জন্যে।

গাজায় স্থায়ী শান্তি দাবিতে লন্ডনের মিছিলে প্রবাসীরাও ছিলেন। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
বিশেষ করে ড্রোন হামলা কিংবা বিমান হামলাকে নস্যাতের যাবতীয় হুমকি রুখে দিতে স্থানীয় প্রশাসনকে ক্ষমতা প্রদানের বিশেষ একটি নির্দেশ শীঘ্রই বিচার বিভাগকে দেয়া হবে বলেও উল্লেখ করেছেন এ্যান্ড্রু জুলিয়ানি। এরফলে স্থানীয় পুলিশ বাহিনী এয়ারক্রাফট শনাক্তের বিশেষ যন্ত্র বহন করতে পারবেন এবং প্রয়োজনে তা ভ’পাতিত কিংবা যেখান থেকে এসেছে সেখানে ফিরে যেতে বাধ্য করতেও পারবেন-এমন প্রযুক্তির সমন্বয় ঘটানো হচ্ছে উপরোক্ত মহাপরিকল্পনায়। হোয়াইট হাউজ জানিয়েছে, দর্শকেরা যাতে নির্বিঘ্নে বিশ্বকাপ উপভোগ করতে পারেন সে ব্যবস্থায় বদ্ধপরিকর সকলে। প্রসঙ্গত: উল্লেখ্য, গত জুলাইতে পাশ হওয়া ‘দ্য বিগ বিউটিফুল বিল’এ এই অর্থ বরাদ্দ রয়েছে এবং তা যুক্তরাষ্ট্রের ৫০টি স্টেটই পাবে।
Posted ১০:১৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
nyvoice24 | New York Voice 24