মিরপুরের কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫   সর্বশেষ আপডেট : ১০:১৩ পূর্বাহ্ণ

মিরপুরের কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মিরপুরের রুপনগর এলাকার শিয়ালবাড়িতে একটি কেমিক্যাল গোডাউনে লাগা ভয়াবহ আগুন প্রায় ২৬ ঘণ্টা ৪০ মিনিট পর নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টা ৪০ মিনিটে লাগা এই আগুন বুধবার (১৫ অক্টোবর) দুপুর ২টা ২০ মিনিটের দিকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

প্রতিবেদনের মূল অংশ (পয়েন্ট আকারে):

আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী নিশ্চিত করেছেন যে, কেমিক্যাল গোডাউনের আগুন বুধবার দুপুর ২টা ২০ মিনিটে নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডের সূত্রপাত: মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টা ৪০ মিনিটের দিকে মিরপুরের রূপনগরে অবস্থিত এই কেমিক্যাল গোডাউনে আগুন লাগার সংবাদ ফায়ার সার্ভিসের কাছে পৌঁছায়।

ঘটনাস্থলে পৌঁছানো: সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট বেলা ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নেভানোর কাজ শুরু করে।

রাসায়নিকের কারণে বিলম্ব: আগুন নিয়ন্ত্রণে আসতে দীর্ঘ সময় লাগার কারণ হিসেবে বিভিন্ন ধরনের রাসায়নিকের মজুতকে চিহ্নিত করেছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা।

ঝুঁকি ও অভিযান: বুধবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (ঢাকা) কাজী নজমুজ্জামান জানান, সকালে কেমিক্যাল স্যুট পরে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে রাসায়নিক গুদামের দরজা খোলা হয়েছিল। তবে ধোঁয়ার কারণে অভিযান চালানো নিরাপদ না হওয়ায় দীর্ঘ সময় লাগে।

বিষাক্ত গ্যাস সতর্কতা: সহকারী পরিচালক আরও জানান, বিভিন্ন কেমিক্যাল থেকে টক্সিক গ্যাস তৈরি হয়েছে। এই গ্যাস নিঃশ্বাসের সঙ্গে গেলে মানুষের ত্বক, ফুসফুস ও হার্টের সমস্যা হতে পারে। এজন্য মাইকিং করে স্থানীয়দের নিরাপদ দূরত্বে থাকার জন্য সতর্ক করা হয়।

নীতিমালা লঙ্ঘনের ইঙ্গিত: ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা রাসায়নিক সামগ্রী গুদামজাত করার নীতিমালা মানা না হলে বড় ধরনের বিক্রিয়া ঘটতে পারে বলে মন্তব্য করেন, যা আগুন নিয়ন্ত্রণে দীর্ঘসূত্রিতার অন্যতম কারণ।

Facebook Comments Box

Posted ১০:১৩ পূর্বাহ্ণ | বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us