জুলাই সনদ সংঘর্ষ: ৪ মামলায় ৯০০ আসামি

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:৫৯ পূর্বাহ্ণ

জুলাই সনদ সংঘর্ষ: ৪ মামলায় ৯০০ আসামি

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ‘জুলাই সনদ’ স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে পুলিশ ও ‘জুলাই যোদ্ধা’ ব্যানারের আন্দোলনকারীদের মধ্যে হওয়া সংঘর্ষের ঘটনায় চারটি মামলা দায়ের করা হয়েছে। শেরেবাংলা নগর থানায় দায়ের করা এই চার মামলায় অজ্ঞাত পরিচয়ের প্রায় ৮০০ থেকে ৯০০ জনকে আসামি করা হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার বিস্তারিত

মামলার সংখ্যা: মোট চারটি মামলা দায়ের করা হয়েছে।

স্থান: সবকটি মামলাই রাজধানীর শেরেবাংলা নগর থানায় দায়ের করা হয়।

বাদী: চারটি মামলার মধ্যে তিনটি মামলার বাদী শেরেবাংলা নগর থানা পুলিশ এবং একটি মামলার বাদী একজন ট্রাফিক সার্জেন্ট।

আসামি: মামলাগুলোতে প্রায় ৮০০ থেকে ৯০০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলায় সন্ত্রাসী, দুর্বৃত্তকারী, অনিষ্টকারী, ক্ষতিসাধনকারী, নাশকতাকারী ও ফ্যাসিবাদী মতাদর্শের লোকজনকে অভিযুক্ত করা হয়েছে।

গ্রেপ্তার: এখন পর্যন্ত রিমন চন্দ্র বর্মন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার ধরণ:

একটি মামলা সংরক্ষিত এলাকায় জোরপূর্বক প্রবেশের অভিযোগ।

বাকি মামলাগুলো পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর এবং কন্ট্রোল রুম পোড়ানোর অভিযোগে দায়ের করা হয়েছে।

কর্তৃপক্ষের বক্তব্য: ডিএমপির শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক শনিবার (১৮ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেছেন।

সংঘর্ষের ঘটনা

আন্দোলনকারীদের দাবি: তিনটি নির্দিষ্ট দাবি জুলাই সনদে অন্তর্ভুক্ত করার দাবিতে ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে আন্দোলনকারীরা শুক্রবার (১৭ অক্টোবর) মানিক মিয়া অ্যাভিনিউতে জড়ো হয়।

সংঘর্ষের সূত্রপাত: দুপুর দেড়টার দিকে সংসদ ভবনের ১২ নম্বর গেটে অবস্থানরত আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ শুরু হয়।

ঘটনার ক্রম:

আন্দোলনকারীদের একাংশ আগে থেকেই সংসদ ভবনের সামনে অবস্থান করছিল।

বাইরে থাকা আন্দোলনকারীদের অংশটি একপর্যায়ে সংসদ ভবনের ১২ নম্বর গেট ভেঙে ভেতরে প্রবেশ করে, এবং পরে ভেতরের অংশটি বাইরে বেরিয়ে আসে।

এ সময় আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে বোতল ও চেয়ার নিক্ষেপ করলে সংঘর্ষের সূত্রপাত হয়।

পুলিশের পদক্ষেপ: পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে।

আন্দোলনকারীদের বিক্ষোভ: আন্দোলনকারীরাও সড়কে আগুন ধরিয়ে ইট-পাটকেল নিক্ষেপ করে বিক্ষোভ চালিয়ে যায়।

ক্ষয়ক্ষতি ও আহত: সংঘর্ষের সময় পুলিশের কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয় এবং কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

Facebook Comments Box

Posted ৯:৫৯ পূর্বাহ্ণ | শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us