দিওয়ালি উৎসবে সম্প্রীতির জয়গান

অজিৎ ভৌমিক   প্রিন্ট
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫   সর্বশেষ আপডেট : ৭:৫৩ অপরাহ্ণ

দিওয়ালি উৎসবে সম্প্রীতির জয়গান

সমাজসেবায় বিশেষ অবদানের জন্যে বরো প্রেসিডেন্ট ডনাভন রিচার্ডস সাইটেশন প্রদান করেন সুমি সরকারকে। ছবি-এনওয়াইভয়েস২৪ডটকম।

অশুভ শক্তিকে দূরে সরিয়ে রেখে মানবতার জয়গানে সমগ্র জনগোষ্ঠিকে উজ্জীবিত রাখার সংকল্পে ১৬ অক্টোবর সন্ধ্যায় কুইন্স বরো প্রেসিডেন্ট অফিসের সহযোগিতায় ‘রাধে রাধে গ্রুপে’র উদ্যোগে নিউইয়র্ক সিটির ফ্লাশিং হিন্দু সেন্টারে দিওয়ালি উৎসব অনুষ্ঠিত হলো। এতে কুইন্স বরো প্রেসিডেন্ট ডনাভন রিচার্ডস প্রধান অতিথির বক্তব্যে ট্রাম্প প্রশাসনের কুট-কৌশলের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ধর্ম-বর্ণ-জাতিগত সম্প্রীতির তীর্থস্থান হচ্ছে কুইন্স। এখানকার মানুষ নিজ নিজ ধর্ম-কর্ম অবাধে পালন করার মধ্যদিয়ে সামাজিক বৈচিত্র অটুট রেখেছেন। সংবিধান প্রদত্ত সেই চিরচেনা অধিকারে চির ধরানোর জঘন্য একটি প্রয়াস চালানো হচ্ছে ফেডারেল প্রশাসন। ঘৃণা ও বিদ্বেষের বিষবাস্প ছড়ানো হচ্ছে না প্রক্রিয়ায়।

সমাজসেবায় বিশেষ অবদানের জন্যে সাইটেশনপ্রাপ্তদের সাথে বরো প্রেসিডেন্ট ডনাভন রিচার্ডস। ছবি-এনওয়াইভয়েস২৪ডটকম।

বরো প্রেসিডেন্ট বলেন, ঈদের দিন পাবলিক স্কুলসমূহে ছুটি ঘোষণার পর দিওয়ালি উৎসবের দিনকেও সনাতনী হিন্দুদের জন্যে ছুটি ঘোষণা করেছে নিউইয়র্ক সিটি। এভাবেই প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ধর্মীয় সংস্কৃতির আবহ অব্যাহত থাকবে কুইন্স তথা সমগ্র নিউইয়র্ক সিটিতে। আজকের এই দিওয়ালি উৎসবে প্রজ্জ্বলিত আলোর রশ্মি সমগ্র জনগোষ্ঠিকে অশুভ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ রাখবে বলে আশা করছি।

দিওয়ালি উৎসবে নৃত্যরত দুই শিল্পী। ছবি-এনওয়াইভয়েস২৪ডটকম।

নৃত্য-গীতে ভগবানের প্রতি পূজা-অর্জনার মধ্যে মানবতার কল্যাণে নিবেদিত জৈন সেন্টার অব আমেরিকা এবং ৬ ব্যক্তিকে বরো প্রেসিডেন্টের পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। এরা হলেন ড. আসিফ আহমেদ, সুমি সরকার, নাগসির রামগরিব, শ্রেয়া তুলাধর, ড. শারলা মাধু-খারগি এবং ড. বিপুল পাটেল।

দিওয়ালি উৎসবের প্রেক্ষাপট উপস্থাপন করেন নতুন প্রজন্মের দু’জন। ছবি-এনওয়াইভয়েস২৪ডটকম।

এসময় অন্যান্যের মধ্যে দিবসের আলোকে বক্তব্য রাখেন ড. নিতা জৈন, পন্ডিত দিক্ষিত, রোন্ডা বিন্দা, ড. রবীন্দ্র গায়েল এবং শেওতা বাইদ।

এ অনুষ্ঠানে আগত সকলের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানের সমন্বয় করেন বরো প্রেসিডেন্টের ফিস্কল এসোসিয়েট শুভ্র দত্তের সহযোগিতায় টপোগ্রাফিক্যাল ব্যুরোর চীফ ইঞ্জিনিয়ার মো. সাদেক।

Facebook Comments Box

Posted ৪:৪৩ অপরাহ্ণ | শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us