শিক্ষকদের ন্যায্য দাবিতে বিএনপি নীতিগতভাবে একমত: তারেক রহমান

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:৫৯ পূর্বাহ্ণ

শিক্ষকদের ন্যায্য দাবিতে বিএনপি নীতিগতভাবে একমত: তারেক রহমান

শিক্ষকদের চলমান ন্যায্য দাবির প্রতি নীতিগতভাবে সমর্থন জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার (১৮ অক্টোবর) এক ভিডিও বার্তায় বলেছেন, জনগণের ভোটে বিএনপি যদি আবারও রাষ্ট্র পরিচালনার সুযোগ পায়, তবে শিক্ষকদের আর্থিক নিরাপত্তা জোরদার ও চাকরি স্থায়ীকরণের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার জন্য উচ্চ পর্যায়ের কমিশন গঠন করা হবে।

ভিডিও বার্তায় তারেক রহমানের বক্তব্য

দাবির প্রতি সমর্থন: তারেক রহমান শনিবার (১৮ অক্টোবর) বেলা ১১টার দিকে সামাজিকমাধ্যম ফেসবুকে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। সেখানে তিনি স্পষ্ট করেন যে, দেশের একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে অবশ্যই একমত।

দাবি সম্পর্কে অবগত: তিনি উল্লেখ করেন, সম্মানিত শিক্ষকদের সমাবেশে তাঁদের চাকরি জাতীয়করণ এবং আরও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার প্রসঙ্গ এসেছে। এ ছাড়াও বেসরকারি শিক্ষকদের অন্যান্য দাবি সম্পর্কেও বিএনপি ওয়াকিবহাল।

পূর্ববর্তী সরকারের ভূমিকা: তিনি বলেন, বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল, অধিকাংশ সময় শিক্ষকদের অধিকাংশ দাবি পূরণ হয়েছে—যা শিক্ষকদের বক্তব্যেই উঠে এসেছে।

শিক্ষা ব্যবস্থার গুরুত্ব: তারেক রহমান গুরুত্বারোপ করেন, রাষ্ট্র ও রাজনীতি সংস্কার বা নাগরিক উন্নয়নে যেকোনো উদ্যোগ সফল করতে হলে শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ এবং শিক্ষকদের আর্থ-সামাজিক নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা অপরিহার্য।

ভবিষ্যৎ পরিকল্পনা: তিনি অঙ্গীকার করেন, জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বেষ্টনী বাড়ানো, চাকরি স্থায়ীকরণ কিংবা জাতীয়করণের বিষয়টি ইতিবাচক বিবেচনার জন্য উচ্চ পর্যায়ের কমিশন গঠন করবে।

Facebook Comments Box

Posted ৯:৫৯ পূর্বাহ্ণ | শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us