নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
সর্বশেষ আপডেট : ১১:২৭ পূর্বাহ্ণ
নীল চক্র ছবির পোস্টার। ছবি-সংগ্রহ।
বাঙালি তরুণ-তরুণীদের উচ্ছ্বন্নে যাবার ধারাবিবরণী সম্বলিত চলচ্চিত্র ‘নীল চক্র’ আমেরিকার ২৫ স্টেটের সিনেমা হলে একযোগে মুক্তি উপলক্ষে ১৮ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির কুইন্সে ‘কিউ গার্ডেন সিনেমা’ হলে প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়।
আমেরিকায় ছবিটির পরিবেশক ‘বায়োস্কোপ ফিল্মস’ আয়োজিত এ শো-তে ছিলেন আশির দশকে আলোড়ন সৃষ্টিকারি ‘লাভ ইন শিমলা’সহ বেশ কটি জনপ্রিয় ছবির পরিচালক-প্রযোজক বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু। তিনি ছবিটি দেখার পর অনুভ’তি ব্যক্তকালে এ সংবাদদাতার কাছে বলেন, সময়ের প্রয়োজনে ‘নীল চক্র’ ছবিটি অনেককে আকৃষ্ট করলেও তা নাটকের সিড়ি ডিঙ্গাতে পারেনি। চরিত্রগুলোও পরিপূর্ণতা পায়নি। সোস্যাল মিডিয়ায় ভাইরাল হবার মাধ্যমে বিপুল অর্থ পাবার নেশায় মাতোয়ারা তরুণ-তরুণীরা কীভাবে উচ্ছ্বন্নে যাচ্ছে, কীভাবে সর্বনাশের শেষ সীমানায় পৌঁছে যাচ্ছে শালিনতা-এসবের জন্যে সত্যিকারের দায়ীদের বিচারের ব্যাপারটিও ছিল অনুপস্থিত।
সেলিনা সুলতানা স্যুইটি বলেন, ছবিটির মাধ্যমে একটি বিশেষ বার্তা আমরা পেয়েছি। যা সমাজকে বদলে দেয়ার মত। সোস্যাল মিডিয়ায় যেকোন উপায়ে ভাইরাল হবার অভিপ্রায়ে তরুণ-তরুণী এবং উঠতি বয়েসী অনেক নারী-পুরুষও এমন কিছু করছেন যা সভ্যতার পরিপূরক নয়। বর্তমান সময়ে তা ভয়াবহ আকার ধারণ করেছে। এ ব্যাপারেও স্পষ্ট একটি মেসেজ পেলাম এই ছবিতে। যার প্রয়োজন ছিল।

নীল চক্র’র প্রিমিয়ার শো-তে গণমাধ্যমের মুখোমুখী এনায়েত আকবর মিলন (বাম থেকে তৃতীয়)। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
আরেকজন দর্শক বলেন, ছবিটির গল্প অপূর্ণ হলেও অভিনেতা-অভিনেত্রীরা সচেষ্ট ছিলেন ঠিকমত উপস্থাপনে। ভালো হতো যদি যুব সমাজকে ধ্বংসের পথে ধাবিত করার জন্যে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যাপার যুক্ত করা হতো।
এ ছবির অন্যতম প্রযোজক এনায়েত আকবর মিলন বলেন, প্রযুক্তির অপব্যবহারের পরিপ্রেক্ষিতে সামাজিকভাবে কিছু সমস্যা তৈরী হয়েছে। এ নিয়ে কিছু মেসেজ আছে ইয়ং জেনারেশন ও মা-বাবার প্রতি। এজন্যেই সকলের উচিত ছবিটি দেখা। রাজনৈতিক অবস্থার কোন প্রভাব নেই, এটি তৈরী হয়েছে কেবলমাত্র বাংলাদেশের সমাজ-ব্যবস্থাকে চিন্তা করেই। নিউইয়র্কের বাঙালি দর্শকের প্রশংসা করে এনায়েত আকবর মিলন আরো বলেন, আমি জানি তারা খুবই স্মার্ট এবং সিনেমা পাগল। এবং খুবই ভালো দর্শক। এজন্যে অনেক দূরে (টেক্সাস) থেকে এসেছি। তাদের কাছে আমাদের প্রত্যাশাও অনেক বেশী।
নিউইয়র্কসহ ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, ওকলাহোমা, টেক্সাস, ওহাইয়ো, আরিজোনা, মিশিগান, নর্থ ক্যারলিনা, জর্জিয়া, শিকাগো, বস্টন, নিউজার্সি, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ডসহ ২৫ সিটিতে চলতি সপ্তাহে যদি দর্শকের সাড়া পাওয়া যায় তাহলে পরবর্তী সপ্তাহেও প্রদর্শন অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন এনায়েত আকবর। ছবিটি কানাডায় মুক্তিপাবে ২৪ অক্টোবর।
মিঠু খান পরিচালিত “নীল চক্র” ছবিটিতে জুটি বেঁধেছেন আরেফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী। আরিফিন শুভ প্রধান চরিত্রে অভিনয় করলেও সিনেমায় আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সংগীতশিল্পী বালাম। অভিনয়ের পাশাপাশি ‘নীলচক্র’ সিনেমায় একটি গানও গেয়েছেন তিনি।

নীল চক্র’র প্রধান চরিত্রে অভিনয়কারি আরেফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
এর আগে ঢাকায় থ্রিলার গল্পের ‘নীলচক্র’ নিয়ে প্রযোজক মিঠু খান গণমাধ্যমে বলেছেন, “গল্পটা আমাদের খুবই পরিচিত। সবার পরিবারেই এমন একটা গল্প থাকে। পরিবারের একজনের আকস্মিক দুর্ঘটনা যে পুরো পরিবারের উপর পরে, সেই প্রভাবের গল্প। আছে প্রযুক্তির ফাঁদের গল্প।” মিঠু খানের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য ও কাহিনী লিখেছেন নাজিম উদ দৌলা।
সিনেমায় আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান, পারভীন পারু, আয়মান শিমলা, ডলার।
উল্লেখ্য, ১৪ থেকে ২০ ফেব্রুয়ারি লসঅ্যাঞ্জেলেসের টিএলসি চায়নিজ থিয়েটারে ‘গোল্ডেন স্টেট ফিল্ম ফেস্টিভ্যালে’ ‘ফরেন ল্যাঙ্গুয়েজ’ বিভাগে নির্বাচিত হয় ‘নীলচক্র’ সিনেমা। উৎসবের শেষ দিনে সিনেমাটি প্রদর্শিত হয় এবং তা ব্যাপক প্রশংসিত হয় বলে জানিয়েছেন প্রযোজক।
এর আগে যুক্তরাষ্ট্রের লাসভেগাসে ‘আমেরিকান ফিল্ম মার্কেটে’ বিশ্ব প্রিমিয়ার হয়েছিল সিনেমাটির।
Posted ১০:১৭ পূর্বাহ্ণ | রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
nyvoice24 | New York Voice 24