নিউইয়র্কে শিক্ষানুরাগী মোশাররফ চৌধুরীকে সম্বর্ধনা দিল ‘প্রবাসী বাংলাদেশি ফোরাম’

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫   সর্বশেষ আপডেট : ১০:৫৬ পূর্বাহ্ণ

নিউইয়র্কে শিক্ষানুরাগী মোশাররফ চৌধুরীকে সম্বর্ধনা দিল ‘প্রবাসী বাংলাদেশি ফোরাম’

ফুলেল শুভেচ্ছা জানানো হয় শিক্ষানুরাগী মোশারফ হোসেন খান চৌধুরীকে। ছবি-এনওয়াইভয়েস২৪ডটকম।

অভিবাসী সমাজের সামগ্রিক কল্যাণে তৃণমূলে নি:স্বার্থভাবে কাজ করা প্রবাসী শাহজাহান শেখ সকলের প্রতি উদাত্ত আহবান রেখেছেন ঐক্যবদ্ধ হয়ে সম্মুখে এগিয়ে যাবার জন্যে। বিশেষ করে আসছে ৪ নভেম্বরের মেয়র নির্বাচনে প্রবাসীরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, সকলে কেন্দ্রে গিয়ে ভোট দেই তাহলে ফলাফল নির্দ্ধারণে বাংলাদেশী-আমেরিকানরা একটি ফেক্টর-তা সংশ্লিষ্টরা অনুধাবনে সক্ষম হবেন। এবং এর মধ্যদিয়েই সিটি, স্টেট এবং ফেডারেল প্রশাসন থেকে নিজেদের হিস্যা আদায়ের পথ সুগম হবে।

১৮ অক্টোবর সন্ধ্যায় নিউইয়র্কের বিশিষ্ট শিক্ষানুরাগী মোশাররফ হোসেন খান চৌধুরীকে ‘ প্রবাসী বাংলাদেশি ফোরাম ইউএসএ’ কর্তৃক সম্বর্ধনা প্রদানের বর্ণাঢ্য সমাবেশে ব্রঙ্কস কম্যুনিটি বোর্ডে ইমিগ্রেশন বিষয়ক কমিটির চেয়ারপার্সন শাহজাহান শেখ আরো বলেছেন, প্রবাসে কষ্টার্জিত অর্থে কুমিল্লার নিজ এলাকার শিক্ষা বিস্তারে মোশারফ হোসেন খান চৌধুরীর অবিস্মরণীয় অবদানকে বরণ করার মধ্যদিয়ে প্রকারান্তরে সমাজকল্যাণে তাঁকে যেমন উৎসাহিত করা হচ্ছে, একইভাবে অন্যদেরকেও অনুপ্রাণীত করা হয়। তাই এ ধরনের সমাজসেবকদের খুঁজে বের করে ঘনঘন সম্বর্ধনার আয়োজন করা জরুরী। উল্লেখ্য, ট্যাক্সি ড্রাইভিং পেশায় যা আয় করেন তার সিংহভাগই নিজ এলাকার শিক্ষা বিস্তারে ব্যয় করছেন দশকেরও অধিক সময় যাবত। অর্থাৎ ব্যাপারটি এখোন তার নেশায় পরিণত হয়েছে। তিনি এ কাজকে ধ্যান-জ্ঞান হিসেবে বেছে নিয়েছেন। কুমিল্লারে ব্রাহ্মণপাড়া উপজেলায় তার প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানেগুলোর জন্য তিনি প্রায় পাঁচ একর জমি দান করেছেন, যা তার দেশপ্রেম ও সমাজসেবার প্রতীক। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে-ধাণ্যদৌল আব্দুর রাজ্জাক খান চৌধুরী উচ্চ বিদ্যালয়, মোশারফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ, আব্দুল মতিন খসরু মহিলা কলেজ, আশেদা-জোবেদা ফোরকানিয়া মাদ্রাসা, মুমু রোহান চাইল্ড প্রি-ক্যাডেট স্কুল। তার প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানে ৬ হাজারের বেশি ছাত্র-ছাত্রী পড়াশোনা করছে। আর এভাবেই প্রবাসে থেকেও জন্মভূমির উন্নয়নে মোশাররফ স্থাপন করেছেন অনন্য দৃষ্টান্ত। দীর্ঘ প্রবাস জীবনের যাবতীয় সঞ্চয় দিয়ে তিনি আলোকিত করে যাচ্ছেন প্রজন্মকে।

বক্তব্য রাখছেন শিক্ষানুরাগী মোশারফ হোসেন খান চৌধুরী। ছবি-এনওয়াইভয়েস২৪ডটকম।

মহতি এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক এবং আয়োজক ‘প্রবাসী বাংলাদেশী ফোরাম ইউএসএ’র আহ্বায়ক ফখরুল আলম। প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন লেখক-সাংবাদিক হাসান ফেরদৌস, কমিউনিটি এ্যাক্টিভিস্ট কাজী নয়ন, আমির হোসেন, এম এ সবুর ও বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য কাজী আজহারুল হক মিলন। অনুষ্ঠানে আরও ছিলেন খুরশিদ চৌধুরী, ইঞ্জিনিয়ার আলতাফ চৌধুরী, রানু ফেরদৌস, জয়নাল আবেদীন, জিকরুল আমিন জুয়েল, বিল্লাল চৌধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা হাকিকুল ইসলাম খোকন, বৃহত্তর কুমিল্লা সমিতির সিনিয়র সহ সভাপতি মোঃ ইউনুছ সরকার, সাধারণ সম্পাদক এ সিদ্দিক পাটোয়ারী, সামছুদ্দীন আহমেদ শামিম, গাজী গোলাম আজম বাদল, ইসলাম সরকার, নাদির সরকার, আব্দুস সবুর, ব্রাহ্মনপাড়া বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমির হোসেন, শাহআলম হেডমাস্টার, আবুল হাসেম, তাজুল ইসলাম, হালিম মুন্সী, আব্দুল লতিফ, হাবিব খান চৌধুরী, উপাকুন্ড, ফারহানা রুমা, এমরান সরকার, কিনু খান, সামান্তা সবুর, অ্যাডভোকেট রফিকুল ইসলাম ফিরোজ, শামসুন্নাহার মনু, ফেরদৌস খান চৌধুরী, মোহাম্মদ বায়েজিদ ভূঁইয়া ,তরুন প্রজন্মের প্রতিনিধি নিয়ামুল হাসান প্রমুখ।

বক্তব্য রাখছেন শাহজাহান শেখ। ছবি-এনওয়াইভয়েস২৪ডটকম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য আহসান হাবিব ও শামসুদ্দিন আহাম্মেদ শামীম। অনুষ্ঠানে সম্বর্ধিত মোশারফ হোসেন খান চৌধুরীর জীবন-কর্ম উপস্থাপন করেন তিতুমীর কলেজের সহকারী অধ্যাপক তাহমিনা মাহজাবিন। অনুষ্ঠানে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মোশারফ হোসেন খান চৌধুরী বলেন, আমার বাবা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তার স্বপ্ন ছিল নিজের এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান করার। কিন্তু তিনি তা করতে সক্ষম হননি। আমার ছোটবেলায় বাবা মারা যান। নানা জটিলতায় আমি বেশি দূর লেখাপড়া করতে পারিনি। তাই আমি চেয়েছি আমার এলাকার ছেলেমেয়েরা যেন সঠিক শিক্ষা পায়। সে সংকল্পের বাস্তবায়ন ঘটাতেই নিজেকে নিবেদিত রেখেছি এলাকায় শিক্ষা বিস্তারে।

Facebook Comments Box

Posted ১০:৫৬ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us