অনলাইন ডেস্ক
প্রিন্ট
শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
সর্বশেষ আপডেট : ১০:৩৫ পূর্বাহ্ণ
ছবি সংগৃহীত
বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৪৬ শতাংশই আসে ঢাকা থেকে। পাশাপাশি মোট কর্মসংস্থানের ৪০ শতাংশের উৎসও এই রাজধানী শহর। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (ডিসিসিআই) প্রকাশিত ‘ইকোনমিক পজিশন জরিপ -ইপিআই’তে এই তথ্য উঠে এসেছে।
শনিবার (২৫ অক্টোবর) রাজধানীতে নিজ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ডিসিসিআই এই জরিপের ফল প্রকাশ করে।
জরিপের মূল তথ্যসমূহ:
মাথাপিছু আয়ে পার্থক্য: দেশের মানুষের গড় মাথাপিছু আয় বর্তমানে ২ হাজার ৮২০ ডলার, সেখানে শুধুমাত্র ঢাকায় বসবাসরত মানুষের মাথাপিছু আয় ৫ হাজার ১৬৩ ডলার, যা দেশের গড়ের চেয়ে প্রায় দ্বিগুণ।
জনসংখ্যা ও ঘনত্ব: ডিসিসিআই’র জরিপ অনুযায়ী, দেশের মোট শহুরে জনসংখ্যার ৩২ শতাংশ এবং মোট জনসংখ্যার ১১ দশমিক ২ শতাংশ ঢাকায় বসবাস করে। ডিসিসিআই বলছে, জনসংখ্যার এই হার এশিয়ার মধ্যে সর্বোচ্চ।
রপ্তানিতে অবদান: দেশের মোট রপ্তানির ৪০ শতাংশ ঢাকা থেকেই সম্পন্ন হয়।
খাতভিত্তিক নিয়ন্ত্রণ:
উৎপাদন খাত: মাত্র ৩৬৫টি প্রতিষ্ঠান দেশের মোট উৎপাদন খাতের ৫৫ দশমিক ৮ শতাংশ নিয়ন্ত্রণ করছে।
সেবা খাত: সেবাখাতের ২৮৯টি প্রতিষ্ঠান এই খাতের বৃহৎ অংশ নিয়ন্ত্রণ করে।
তৈরি পোশাক: তৈরি পোশাক খাতের ৫৮ দশমিক ৬ শতাংশ অবদান রাখছে মাত্র ২১৪টি প্রতিষ্ঠান।
ডিসিসিআই-এর এই জরিপ রাজধানী ঢাকার অর্থনৈতিক গুরুত্ব ও দেশের মোট অর্থনীতিতে এর একক বিশাল অবদানের বিষয়টি আবারও স্পষ্ট করেছে।
Posted ১০:৩৫ পূর্বাহ্ণ | শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
nyvoice24 | New York Voice 24