বাংলাদেশে একক নামে সিমকার্ড কমানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক   প্রিন্ট
রবিবার, ২৬ অক্টোবর ২০২৫   সর্বশেষ আপডেট : ১১:১০ পূর্বাহ্ণ

বাংলাদেশে একক নামে সিমকার্ড কমানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি সংগৃহীত

সন্ত্রাসী কার্যক্রম নিয়ন্ত্রণে আনতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে একক নামে মোবাইল সিমকার্ডের সংখ্যা ১০টি থেকে কমিয়ে সর্বোচ্চ ৭টি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, একজনের সিমকার্ড ব্যবহার করে অন্যজনের অপরাধ করার প্রবণতা রোধ করতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

রোববার (২৬ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

সিমকার্ড কমানোর কারণ ও প্রক্রিয়া:

অপরাধ নিয়ন্ত্রণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সন্ত্রাসীরা অবৈধ সিমকার্ড ব্যবহার করে নানাভাবে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে।

সীমা নির্ধারণ: বর্তমানে একক নামে মোবাইল সিমকার্ডের সংখ্যা সর্বোচ্চ ১০টি, যা নির্বাচনের আগে কমিয়ে ৭টি করা হবে।

দীর্ঘমেয়াদি লক্ষ্য: তিনি বলেন, ভবিষ্যতে এই সংখ্যা আরও কমিয়ে ২টিতে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে।

অপরাধীর পরিচয় গোপন: জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “একজনের সিমকার্ড ব্যবহার করে অন্যজন অপরাধ করে। এতে করে প্রকৃত দোষী ব্যক্তি অনেক সময় ধরাছোঁয়ার বাইরে থাকে।” এই কারণে ব্যক্তি পর্যায়ে রেজিস্ট্রেশন করা সিমকার্ডের সংখ্যা কমিয়ে আনা হবে।

নির্বাচন ও গণমাধ্যম প্রসঙ্গে:

লেভেল প্লেয়িং ফিল্ড: স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির জন্য সরকার কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য থাকলে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।

অপপ্রচার হ্রাস: দেশের গণমাধ্যমগুলো ইতিবাচক ভূমিকা রাখায় পার্শ্ববর্তী দেশ থেকে বাংলাদেশ নিয়ে অপপ্রচার কমেছে বলেও মন্তব্য করেন তিনি।

Facebook Comments Box

Posted ১১:১০ পূর্বাহ্ণ | রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us