জ্যাকসন হাইটসে দিওয়ালি উৎসবে এটর্নী মঈন

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:১৫ পূর্বাহ্ণ

জ্যাকসন হাইটসে দিওয়ালি উৎসবে এটর্নী মঈন

দিওয়ালি উৎসবের ইতিহাস-ঐতিহ্যের সাথে নতুন প্রজন্মকে পরিচিত করার অভিপ্রায়ে  ‘জ্যাকসন হাইটস ইন্ডিয়ান মার্চেন্ট এসোসিয়েশন’র প্রেসিডেন্ট শিব দাস । ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

ধর্মীয় সম্প্রীতির বন্ধন জাগ্রত রেখে নিউইয়র্ক সিটির উন্নয়ন ও কল্যাণে চলমান প্রয়াসকে আরো জোরদারের উদাত্ত আহবানে ২৬ অক্টোবর রোববার জ্যাকসন হাইটসে ‘দিওয়ালি উৎসব’ অনুষ্ঠিত হলো। এতে অন্যতম সম্মানীত অতিথির বক্তব্যে ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এ্যাট লার্জ এটর্নী মঈন চৌধুরী বলেন, আমরা হচ্ছি বহুজাতিক এ সমাজকে আরো বৈচিত্রমন্ডিত করার অগ্রসৈনিক।

এই কুইন্স বরোতে ১৯৫ দেশের মানুষ বাস করছি। সবাই নিজ নিজ কালচারকে উদ্ভাসিত রেখে দিনাতিপাতের ঐহিত্য বজায় রেখে চলেছি। তারই অংশ হচ্ছে দিওয়ালি। এবং আমিও আয়োজকদের সাথে সবসময় ছিলাম, সামনের দিনগুলোতেও থাকবো। সকলকে ‘হ্যাপি দিওয়ালি’।

দিওয়ালি উৎসবের কর্মকর্তাগণকে পাশে নিয়ে বক্তব্য দেন এটর্নী মঈন চৌধুরী। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

জ্যাকসন হাইটসের ব্যস্ততম ৭৪ স্ট্রিটের ওপর ‘জ্যাকসন হাইটস ইন্ডিয়ান মার্চেন্ট এসোসিয়েশন’র প্রেসিডেন্ট শিব দাসের নেতৃত্বে অনুষ্ঠিত এ উৎসবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন  স্টেট এ্যাসেম্বলীম্যান স্টিভেন রাঘা। তিনিও সকলকে শুভেচ্ছা জানান। সিটি কাউন্সিলম্যান শেখর কৃষ্ণান বলেন, দিওয়ালি উপলক্ষে পাবলিক স্কুলে ছুটির ব্যবস্থা হয়েছে। ঈদের দিনেও মুসলিম শিক্ষার্থীরা ছুটি পাচ্ছেন। এই স্বীকৃতির পথ বেয়েই নিউইয়র্ক অঞ্চলে সকল জাতি-গোষ্ঠির মানুষের চিন্তা-চেতনা আমেরিকার উন্নয়ন ও কল্যাণে অবদান রাখছে।

দিন-ভর নানা কর্মসূচির মূল আকর্ষণ ছিল জনপ্রিয় শিল্পীগণের পরিবেশনার পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বীগণের সংস্কৃতির পরিপূরক নানা খাদ্য ও পণ্যের বেচা-কেনা।

Facebook Comments Box

Posted ৯:১২ পূর্বাহ্ণ | সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us