দ্বাদশ নির্বাচনের চেয়ে ৬১১টি কেন্দ্র বাড়ল: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:১১ পূর্বাহ্ণ

দ্বাদশ নির্বাচনের চেয়ে ৬১১টি কেন্দ্র বাড়ল: ইসি সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সারাদেশে মোট ৪২ হাজার ৭৬১টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে, যা গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় ৬১১টি বেশি।

২৭ অক্টোবর (রবিবার) দুপুরে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। যদিও ২০ অক্টোবরের মধ্যে এই তালিকা প্রকাশের কথা ছিল।

প্রতিবেদনের মূল পয়েন্টসমূহ:

ভোটকেন্দ্রের সংখ্যা: সারাদেশের মোট ১২ কোটি ৬৩ লাখ ভোটারের জন্য চূড়ান্ত ভোটকেন্দ্রের সংখ্যা নির্ধারণ করা হয়েছে ৪২ হাজার ৭৬১টি।

বৃদ্ধির হার: এই সংখ্যা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে ৬১১টি কেন্দ্র বেশি।

প্রতীক বরাদ্দ: ন্যাশনালিস্ট ক্রিশ্চিয়ান পার্টিকে (এনসিপি) ‘শাপলা’ প্রতীক বরাদ্দ নিয়ে ইসির আগের অবস্থান পুনর্ব্যক্ত করা হয়েছে। সচিব জানান, যেহেতু বিধিমালায় ‘শাপলা’ প্রতীক নেই, তাই এনসিপি দলীয় প্রতীক নির্বাচন করতে ব্যর্থ হলে কমিশন নিজেই দলটির জন্য প্রতীক বরাদ্দ করবে।

নির্বাচনী ব্যস্ততা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন বর্তমানে ব্যস্ত সময় পার করছে।

অগ্রগতির আশা: নতুন দলের নিবন্ধন এবং বিদেশী পর্যবেক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে চলতি সপ্তাহেই অগ্রগতি হবে বলে কমিশন আশা করছে।

অন্যান্য বিষয়ে সচিব: ককটেল ফোটানো এবং কমিশন পুনর্গঠনের বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই বলেও সংবাদ সম্মেলনে জানান ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ।

নির্বাচন কমিশন সচিবের এই ঘোষণার মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি আরও এক ধাপ এগিয়ে গেল।

Facebook Comments Box

Posted ৯:১১ পূর্বাহ্ণ | সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us