নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
সর্বশেষ আপডেট : ৯:৫৯ পূর্বাহ্ণ
লং আইল্যান্ডে জাতীয় কনভেনশনের প্রস্তুতি সভায় অ্যাসালের জাতীয় প্রেসিডেন্ট মাফ মিসবাহউদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
অ্যাসালের (এলায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার) ১৮তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত হবে ৫ ও ৬ ডিসেম্বর আটলান্টিক সিটিতে হোটেল শেরাটনে। এই সম্মেলনের গুরুত্ব অপরিসীম বিধায় অধিকসংখ্যক প্রবাসীর সমাগম ঘটানোর অভিপ্রায়ে ২০ অক্টোবর রোববার অ্যাসালের লংআইল্যান্ড চ্যাপটারের উদ্েযাগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় লংআইল্যান্ডের ডিয়ার পার্কে । সার্বিক তত্ত্বাবধানে ছিলেন লংআইল্যান্ড চ্যাপটারের সভাপতি গোলাম ফারুক শাহীন । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাসালের ফাউন্ডার ন্যাশনাল প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দিন । তিনি বলেন, এই কনভেনশনে মূলধারার অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন । একইসাথে কনভেশনে থাকবে নতুন প্রজন্মের বিপুল অংশগ্রহণ। এবং এরাই হবে আগামী দিনে আমাদের গর্ব। মাফ মিসবাহ বলেন, অ্যাসাল দীর্ঘ দিন থেকে মূলধারার রাজনীতির সাথে সম্পৃক্ত। বিভিন্ন সময়ে স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নির্বাচনে অ্যাসাল পছন্দের প্রার্থীকে সমর্থন দিয়েছে। এর অনেকে বিজয়ীও হয়েছেন। এভাবেই মূলধারার রাজনীতিতে বিশেষ একটি অবস্থান তৈরী করতে সক্ষম হয়েছে অ্যাসাল। সেই সুবাদে ১২টি স্টেটে ২২ টি চ্যাপ্টার প্রতিষ্ঠি হয়েছে। অর্থাৎ সাংগঠনিক কাঠামো সোচ্চার হবার সাথে মূলধারায় প্রবাসীদের ক্বদরও বেড়েছে। সে তাগিদেই আসন্ন জাতীয় সম্মেলনে সকলের অংশগ্রহণ করা জরুরী।

লং আইল্যান্ডে অ্যাসালের জাতীয় প্রেসিডেন্ট মাফ মিসবাহউদ্দিনের সাথে চ্যাপ্টারের নেতৃবৃন্দ। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
প্রস্তুতি সভায় নেতৃবৃন্দের মধ্যে ছিলেন অ্যাসালের লাইফ মেম্বার, লংআইল্যান্ড চ্যাপ্টারের এক্সিকিউটিভ ডিরেক্টর বিশিষ্ট ব্যবসায়ী রফিক খান, করেসপনডিং সেক্রেটারী ও বিশিষ্ট ব্যবসায়ী জিল্লুর রহমান জিল্লু,পলিটিক্যাল ডাইরেক্টর মিয়া আলিম পাখি, ডাইরেক্টর অব অর্গানাইজিং বাবর ভূঁইয়া, ইমিগ্রেশনের ডাইরেক্টর সিকদার তাবরিজ, কোষাধ্যক্ষ এমডি শওকত আলী, ভাইস প্রেসিডেন্ট শাহজাহান সিরাজ, ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার কাওসার আহম্মেদ, ভাইস প্রেসিডেন্ট আবু তৈয়ব,অ্যাসাল ব্রুকলীন চ্যাপ্টারের এল এলবার্ট। আরো ছিলেন সদস্য পারভীন আক্তার, নাছরিন আক্তার, শামীমা আফরোজ, সাহানা আক্তার, মোসাম্মৎ ফারডিনা পুনম, কেয়া চৌধুরী, তাছলিমা আক্তার এবং শীলা পারভিন এবং নুতন প্রজম্মের মোহাম্মদ ওমর ফারুক ও ইশান রহমান প্রমুখ ।
উল্লেখ্য, শুরুতে অ্যাসাল ফাউন্ডার ও ন্যাশনাল প্রসিডেন্ট মাফ মিসবাহউদ্দিনকে লাল গোলাপ শুভেচ্ছা জানানো হয় লংআইল্যান্ড চ্যাপ্টারের পক্ষ থেকে। অনুষ্ঠান শেষে সকলকে নৈশভোজের মাধ্যমে আপ্যায়িত করা হয় এবং আগামীতে অ্যাসালের কার্যক্রমকে আরো গতিশীল করার সংকল্প ব্যক্ত করা হয়। সমাপনী বক্তব্যে অ্যাসাল লংআইল্যান্ড চ্যাপ্টারের সভাপতি গোলাম ফারুক শাহীন উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং প্রবাসীদের এনআইডি কার্ড বানানোর অনুরোধ জানান।
Posted ৯:৫৯ পূর্বাহ্ণ | বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
nyvoice24 | New York Voice 24