সুলতানা রহমান
প্রিন্ট
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
সর্বশেষ আপডেট : ৯:৫৯ পূর্বাহ্ণ
সুলতানা রহমান।
২০২৪ সাল আমার ব্যক্তিগত জীবনে চেনাজানা প্রিয় অপ্রিয়জনের মুখোশ উন্মোচনের বছর। সবচেয়ে প্রিয় বান্ধবীর সঙ্গে কথা বন্ধ, আরো অনেক বন্ধু বান্ধবীর সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করেছি। অনেক দেশ দরদী বলে পরিচিত সুহৃদকে এই সময়ে চিনেছি দেশবিরোধী বলে। অনেক গুপ্ত জামাতিকে দেখেছি মুখোশ খুলে বেড়িয়ে আসতে। এই সময়ে শুধু রাজনীতি বদলেছে- তা নয়; বদলে গেছে সম্পর্ক।
২০২৪ যদি হয় সম্পর্ক বিচ্ছিন্নের বছর, ২০২৫ হচ্ছে নতুন সম্পর্ক বিনির্মানের বছর। কত অচেনা অজানা জনের সঙ্গে আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে; এতোটা আপনজন হয়েছে তারা-সে এক অসাধারণ অভিজ্ঞতা। কেবলমাত্র যুদ্ধক্ষেত্রেই হয়তো এমনটা হয়। ৫ই আগস্টের পর আত্মিক সম্পর্ক গড়ে ওঠা সেই মানুষদের বেশির ভাগই রাজনীতি সংশ্লিষ্ট নন। চোখের সামনে একটি দেশ ধ্বংস হতে দেখার বেদনা, মুক্তিযুদ্ধের বাংলাদেশে রাজাকারদের বানর-নৃত্য দেখার যন্ত্রণা, মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা দেয়ার প্রতিশোধের আগুন, বঙ্গবন্ধুকে অপমানিত হতে দেখে প্রতিটি ফোটা চোখের জল-সেই অজানা অচেনা মানুষদের একই সূতায় গেঁথেছে। সময়ের প্রয়োজনেই গড়ে উঠেছে আমাদের এই শুদ্ধ পরিবার।
২৪এ যে কৃত্রিম স্বজন বন্ধু বা প্রিয়জন দেশের বিরুদ্ধে দাঁড়িয়েছিলো, সেই মুখোশধারী গোষ্ঠীকে জীবন থেকে বিদায় দিয়ে খুঁজে পেয়েছি সত্িযকারের দেশপ্রেমিক মানুষদের, তারাই এখন আমার সবচে আপনজন। আমারা শুদ্ধ এক পরিবার-যারা দেশের কাছে কোনোদিন কিছু চায়নি, ভবিষ্যতেও চাওয়ার কিছু নেই, শুধুই দেয়ার আছে। এই মানুষদের কেউ ডাক্তার, কেউ ইন্জিনিয়ার- প্রত্যেকে যে যার পেশায় সফল। শুধুমাত্র প্রাণের টানে কাজ করছেন দেশের জন্য-শতভাগ নিস্বার্থ ভাবে ঘরের খেয়ে বোনের মোষ তাড়াতে নেমেছেন। আওয়ামী লীগের বিরোধীতার নামে যারা দেশটিকে জঙ্গি জামাতিদের হাতে তুলে দিয়েছে, রাষ্ট্রের কাঠামোটিকে ধ্বংসের সব বন্দোবস্ত পাকা করেছে, মানবতা ধুলিস্যাৎ করেছে- ওই জঙ্গি চক্রের হাত থেকে দেশটি উদ্ধার পাবেই- নিস্বার্থ এই মানুষেরাই বাংলাদেশকে আবার ফিরিয়ে আনবে।
২০২৪ না এলে হয়তো আমারা পরষ্পর পরস্পরকে চিনতামও না, তাই ২০২৪ সালকে অনেক ধন্যবাদ-ভন্ড মুখোশধারীদের হটিয়ে জীবনে সত্িযকারের অকৃত্রিম মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার জন্য। আজ প্রথমবারের মতো সেই মানুষদের কজনার সঙ্গে দেখা হলো, কিন্তু মনে হলো কত যে আপন; যেনো জন্মজন্মান্তরের চেনাজানা আমাদের শুদ্ধ পরিবার॥
[ফেসবুক থেকে]
Posted ৯:৫৯ পূর্বাহ্ণ | বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
nyvoice24 | New York Voice 24