যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুক্তরাষ্ট্রের নেতৃবৃন্দ

ধানের শীষের প্রার্থীর বিজয়ে একযোগে কাজের সংকল্প

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫   সর্বশেষ আপডেট : ১০:০০ পূর্বাহ্ণ

ধানের শীষের প্রার্থীর বিজয়ে একযোগে কাজের সংকল্প

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী র‌্যালিতে বক্তব্য রাখছেন কেন্দ্রীয় নেতা এম এ বাতিন। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

যুক্তরাষ্ট্রে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে যুক্তরাষ্ট্র যুবদলের উদ্যোগে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় ২৭ অক্টোবর সোমবার সন্ধ্যায় এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর দীর্ঘ আলোচনা শেষে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের সমর্থনে নেতা-কর্মীগণের নিরলস প্রচেষ্টাকেও স্মরণ করা হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আব্দুল লতিফ সম্রাট বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র থেকে প্রতিটি নেতাকর্মীকে ধানের শীষের পক্ষে যে প্রার্থী আসুক না কেনো তার পক্ষে কাজ করতে হবে। এটাই হচ্ছে এ সময়ের প্রধান দায়িত্ব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত প্রতিটি নেতা-কর্মীর। প্রধান বক্তা ছিলেন যুবদলের কেন্দ্রীয় সহকারি আন্তর্জাতিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা এম এ বাতিন। তিনি বলেন, গত ১৫ বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনে যুক্তরাষ্ট্র যুবদলের নেতা-কর্মীরা যে অবদান রেখেছেন সেদিকে খেয়াল রেখেই অবিলম্বে নয়া কমিটি গঠন করা জরুরী। এ সময় অপর বক্তারা প্রবাসে যুবদলের কার্যক্রমকে আরো গতিশীল করতে একটি নতুন কমিটি উপহার দেয়ার জন্য কেন্দ্রীয় যুবদলের নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানান।

র‌্যালিতে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র যুবদল নেতা মাজহারুল ইসলাম জনি, এবং পরিচালনা করেন জাহেদ হাসান সুমন খান।

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী র‌্যালিতে কেন্দ্রীয় নেতাদের সাথে স্থানীয় নেতৃবৃন্দ। ছবি-এনওয়াইভয়েস ২৪ডটকম।

র‌্যালিতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য ও যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক আহ্বায়ক সৈয়দ মুরাদুল হাসান রেজা, যুক্তরাষ্ট্র জাসাসের আহ্বায়ক ইঞ্জিনিয়ার রহমান সায়েম ,জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক দারাদ আহমেদ, সাবেক ছাত্রনেতা জাকির আহমেদ, যুক্তরাষ্ট্র যুবদল নেতা দেলোয়ার হোসেন শিপন, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মোস্তাক আহমেদ, বিএনপি নেতা কৃষিবিদ মোহাম্মেদ সোলায়মান। নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন দেওয়ান কাওসার,,ওয়েস আহমেদ, কাওসার আহমেদ, এম এ মজিদ, যুক্তরাষ্ট্র আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি সাহাদৎ হোসেন রাজু, যুবদল নেতা শামীম আহমেদ, ফয়সল চৌধুরী, রিপন আহমেদ, সাদিক রহমান , দেওয়ান মেহরাব চৌধুরী, জাকারিয়া অপু, শেখ আনসার আলী , সিদ্দীক মিসরী, ফজলুর রহমান,কাজী মুবীন, মোহাম্মেদ মান্নান, তারেক আহমেদ, ফয়সল আহমেদ, শাহরুখ ইসলাম ফারহান , মেহেদী হাসান, নাঈম আহমেদ, সুলতান চৌধুরী , রাজ্ ইসলাম, সেলিম উদ্দিন, এনায়েত খান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও জাতীয়তাবাদী আদর্শের ধারক যুবদলের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তারা বলেন, প্রবাসে থেকেও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যুবদল নেতাকর্মীরা সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। অনুষ্ঠানের শেষে দোয়া পরিচালনা করা হয় জাতির কল্যাণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের জন্য। পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় আনন্দঘন পরিবেশে।

Facebook Comments Box

Posted ১০:০০ পূর্বাহ্ণ | বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us