ভিএনএস’র উদ্যোগে
প্রিন্ট
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
সর্বশেষ আপডেট : ৯:৫৯ পূর্বাহ্ণ
ভিএনএস।
নিউইয়র্ক সিটি স্বাস্থ্য দফতরের অনুরোধে ভিএনএস ইন্স্যুরেন্স কোম্পানীর উদ্যোগে লীড পয়েজনিংয়ের (সীসা বিষক্রিয়া) ওপর গুরুত্বপূর্ণ একটি সেমিনার অনুষ্ঠিত হবে ৯ নভেম্বর রোববার সকাল ১০টা থেকে জ্যামাইকায় হিলসাইড এভিনিউ সংলগ্নে ‘ম্যারি লুইস একাডেমি’তে। লীড পয়েজনিং প্রতিরোধে করণীয় ছাড়াও সামগ্রিক স্বাস্থ্য সুরক্ষা নিয়ে অভিজ্ঞজনেরা এতে গবেষণাভিত্তিক আলোচনা করবেন। বাস্তবতার আলোকে নাগরিকগণ বিশেষ করে শিশু-কিশোরদের স্বাস্থ্য সুরক্ষায় করণীয় সম্পর্কে পরামর্শ দেয়া হবে এ সেমিনারে। ভিএনএস’র পরিচালক (মার্কেট ডেভেলপমেন্ট) সালেহ আহমেদ জানিয়েছেন, সকাল ১০টায় নাস্তা-পানীয়ের মধ্যদিয়ে পুরো এক ঘন্টা চলবে চিকিৎসা ও স্বাস্থ্য বিশেষজ্ঞগণের মধ্যে খোলামেলা মতবিনিময়। সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ভিএনএস’র পদস্থ কর্মকর্তা ছাড়াও এলাকার নির্বাচিত জনপ্রতিনিধিরা শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সিটির স্বাস্থ্য-ব্যবস্থা নিয়ে কথা বলবেন। এক্ষেত্রে নাগরিকের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কেও মতামত ব্যক্ত করা হবে। এরপর মূল সেমিনার শুরু হবে বেলা ১২টায় এবং তার চলবে ২টা পর্যন্ত। কুইন্স বরো প্রেসিডেন্ট এবং স্টেট এ্যাসেম্বলীম্যানসহ নীতি-নির্দ্ধারকেরাও থাকবেন সেমিনারে। এ সময় লীড পয়েজনিং দূর করতে হেল্্থ ইন্স্যুরেন্স কোম্পানীর ভ’মিকাও স্থান পাবে আলোচনায়। নাগরিকের স্বাস্থ্য সুরক্ষায় মেডিকেয়ারের অবদান নিয়েও কথা বলবেন সংশ্লিষ্টরা।
Posted ৯:৫৯ পূর্বাহ্ণ | বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
nyvoice24 | New York Voice 24