নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
সর্বশেষ আপডেট : ৮:২৫ পূর্বাহ্ণ
হিন্দু ঐতিহ্য মাস উপলক্ষে আটলান্টিক সিটিতে র্যালি। ছবি-এনওয়াইভয়েস২৪ডটকম।
নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে ২৬ অক্টোবর রোববার “হিন্দু ঐতিহ্য মাস” পালন উপলক্ষে ধর্মসভার আয়োজন করা হয়েছিল । সিটির ১৪১১ পেনরোজ এভিনিউর প্রার্থনা হলে প্রবাসী হিন্দুদের উদ্যোগে এক ধর্মসভায় পৌরহিত্য করেন পশ্চিম ভার্জিনিয়ার নতুন বৃন্দাবনের ব্রহ্মচারী শুভানন্দ দাস।
ধর্মসভায় “হিন্দু ঐতিহ্য মাস”র তাৎপর্য নিয়ে আলোচনা করেন সিটির পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার ও আটলান্টিক সিটি স্কুল বোর্ডের সদস্য সুব্রত চৌধুরী ।
উল্লেখ্য, হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসবগুলির অধিকাংশই পালিত হয় অক্টোবরে। এর মধ্যে রয়েছে নবরাত্রি, দুর্গাপুজো, দশেরা ও দীপাবলি। সেই কারণেই নিউজার্সিতে অক্টোবর মাসকে “হিন্দু ঐতিহ্য মাস” হিসেবে পালন করা হয়।
Posted ৮:২৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
nyvoice24 | New York Voice 24