অনলাইন ডেস্ক
প্রিন্ট
রবিবার, ০২ নভেম্বর ২০২৫
সর্বশেষ আপডেট : ৮:০১ পূর্বাহ্ণ
আগামী ২০২৬ সালের বিশ্ব ইজতেমা ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের পর সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
রোববার (২ নভেম্বর) সচিবালয়ে মাওলানা জুবায়ের ও সাদপন্থী তাবলিগ জামাতের দুই পক্ষের সঙ্গে এক বৈঠকের পর তিনি এ তথ্য জানান।
ধর্ম উপদেষ্টা বলেন, ভোটের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যস্ততার কারণেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। কোনো কারণে নির্বাচন পিছিয়ে গেলে ইজতেমার তারিখ পরে নির্ধারণ করা হবে।
তিনি আরও বলেন, সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর দূরত্ব নেই। কিছু ভুল বোঝাবুঝি ছিলো। এখন সবার সাথে সুসম্পর্ক রক্ষা করছে হাইকমান্ড।
এদিকে ভারতের প্রখ্যাত ইসলামী স্কলার্স ডাক্তার জাকির নায়েকের বাংলাদেশের আসার বিষয়ে, সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, তাকে আসার বিষয়ে সিদ্ধান্ত দেবে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল(অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প ও গৃহায়ন এবং গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।
Posted ৮:০১ পূর্বাহ্ণ | রবিবার, ০২ নভেম্বর ২০২৫
nyvoice24 | New York Voice 24