নাইজেরিয়ায় সামরিক হামলার হুমকি ট্রাম্পের

অনলাইন ডেস্ক   প্রিন্ট
রবিবার, ০২ নভেম্বর ২০২৫   সর্বশেষ আপডেট : ৮:০২ পূর্বাহ্ণ

নাইজেরিয়ায় সামরিক হামলার হুমকি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নাইজেরিয়া সরকারি ভাবে খ্রিস্টানদের বিরুদ্ধে চলমান সহিংসতা রোধ করতে ব্যর্থ হলে তিনি দেশটিতে সামরিক পদক্ষেপ নিতে বিবেচনা করবেন এবং দেশটির বিরুদ্ধে সহায়তা বন্ধ করে দেবেন। ট্রাম্প একই সঙ্গে তার নতুন নামকরণ করা সামরিক বিভাগের- ‘ওয়ার ডিপার্টমেন্টকে’ সম্ভাব্য পদক্ষেপের জন্য প্রস্তুত থাকতে বলেছেন।

ট্রাম্প শনিবার (১ নভেম্বর) সোশ্যাল মিডিয়ায় দেয়া একটি পোস্টে বলেন, যদি নাইজেরিয়ার কর্তৃপক্ষ খ্রিস্টান হত্যাকাণ্ড থামাতে ব্যর্থ হয়, তাহলে যুক্তরাষ্ট্র ‘তাৎক্ষণিকভাবে সব সহায়তা স্থগিত’ করবে। তিনি আরও লিখেছেন, সম্ভাব্য সামরিক অভিযানে তার বাহিনীকে প্রস্তুত রাখা হচ্ছে এবং প্রয়োজনে হামলা ‘দ্রুত, কড়া ও ফলপ্রসূ’ হবে- এমনভাবে যে যেসব সন্ত্রাসী আমাদের প্রিয় খ্রিস্টান নাগরিকদের ওপর নৃশংসতা চালায় তাদের প্রতিশোধ স্বরূপ।

নাইজেরিয়ার সরকার সম্পর্কে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সতর্কভাবে বলা হচ্ছে, ট্রাম্প প্রশাসন সাম্প্রতিক সময়ে নাইজেরিয়াকে মার্কিন বিদেশমন্ত্রীর বিশেষ উদ্বেগ তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে- এটি ঘোষণার ঠিক এক দিন পর এই হুমকিসূচক পোস্ট প্রকাশিত হলো।

নাইজেরিয়ায় সাম্প্রতিক সহিংসতার বিষয়ে কিছু কট্টর প্রবণ আইনপ্রণেতা ও প্রভাবশালী ব্যক্তি এটি ‘খ্রিস্টান গণহত্যা’ হিসেবে উল্লেখ করেছেন। কিন্তু বেশিরভাগ মানবাধিকার ও বিশ্লেষকরা এই দাবি সরলীকরণ ও বিভ্রান্তিকর বলেই দেখছেন। ওয়াশিংটন ভিত্তিক কাউন্সিল অন ফরেন রিলেশনসের আফ্রিকা বিষয়ক সিনিয়র ফেলো ইবেনেজার ওবাদারে বলেন, নাইজেরিয়ার সরকার কিছু সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে যথেষ্ট ব্যবস্থা নিতে অক্ষম দেখিয়েছে- কিন্তু তিনি যোগ করেছেন যে আক্রান্তদের মধ্যে কেবল খ্রিস্টান নয়, মুসলিম ও অন্যান্য সম্প্রদায়ের ব্যক্তিরাও রয়েছেন। ওবাদারে বলেন, যুক্তরাষ্ট্রের সবচেয়ে সুচিন্তিত কার্যকলাপ হবে নাইজেরিয়ার সঙ্গে কৌশলগত ও সামরিক সহায়তায় অংশীদারিত্ব বৃদ্ধি করা; সরাসরি আক্রমণ বা দেশটির কর্তৃপক্ষকে উপেক্ষা করা ফলপ্রসূ হবে না।

এই বিবৃতি ও হুমকি আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক উত্তেজনা বাড়াতে পারে এবং পশ্চিম আফ্রিকার সবচেয়ে বড় সংবেদনশীল গণতান্ত্রিক রাষ্ট্রের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে নতুন রকমের চাপের মুখে ফেলতে পারে।

Facebook Comments Box

Posted ৮:০২ পূর্বাহ্ণ | রবিবার, ০২ নভেম্বর ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us